সিটিভি নিউজ।। মানিক ঘোষ,নিজস্ব প্রতিনিধি জানান === ঝিনাইদহের কালীগঞ্জে সুব্রত রায় চৌধুরী নামের এক প্রাথমিক শিক্ষককে লাঠি দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এরশাদ আলী সুনার বিরুদ্ধে।
এ ঘটনায় গুরুতর আহত শিক্ষক বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দিয়ে পাওয়ার ট্রলি নিয়ে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ আলী সুনা।
সকালে বিদ্যালয় চলাকালীন সময়ে গাড়িগুলো মাঠের ভেতর দিয়ে যাওয়ায় শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছিল। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে হানি মাঠের পরিবর্তে অন্যপথ ব্যবহারের অনুরোধ জানান।
এতে ক্ষিপ্ত হয়ে এরশাদ আলী সুনা প্রধান শিক্ষিকার ওপর গালিগালাজসহ চড়াও হন।
তখন সহকারী শিক্ষক সুব্রত রায় চৌধুরী প্রধান শিক্ষিকার পক্ষে কথা বললে, সেখানেই বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটাতে শুরু করেন এরশাদ আলী সুনা।
অপ্রত্যাশিত এ ঘটনায় বিদ্যালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহত শিক্ষক সুব্রত রায় চৌধুরীকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্ত এরশাদ আলী সুনা পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে হানি ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমি নিষেধ করলে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে। তখন সহকারী শিক্ষক সুব্রত এগিয়ে আসলে তাকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে।”
তিনি আরও বলেন, “এমন ঘটনার পর শিক্ষকরা ভয়ে আছেন। এভাবে যদি বিদ্যালয়ের ভেতরেও নিরাপত্তা না থাকে, তাহলে আমরা কোথায় যাব?”
স্থানীয় এক অভিভাবক বলেন,
“শিক্ষককে মারধর করার মতো ঘটনা সমাজে নজিরবিহীন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ শিক্ষকদের অপমান করলে সেটা শিক্ষাঙ্গনের জন্য অশুভ সংকেত।”
এলাকাবাসী ও শিক্ষক সমাজ প্রশাসনের কাছে দ্রুত ঘটনার তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শিক্ষক সমাজের অভিমত—
“একজন শিক্ষককে মারধর মানে শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদাকে আঘাত করা। আমরা চাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীর শাস্তি নিশ্চিত করা হোক।” সংবাদ প্রকাশঃ ০৮-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com