উখিয়ায় বিজিবির অভিযানে ইয়াবা গডফাদার মনির আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==========কক্সবাজারের উখিয়ায় টাস্কফোর্সের তালিকাভুক্ত কুখ্যাত ইয়াবা গডফাদার ও শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি মনির হোসেন ওরফে মসির (৩৮)–কে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে বালুখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)–এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—উখিয়ার চিহ্নিত ইয়াবা কারবারি মনির হোসেন রহমতের বিল এলাকায় ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগি করতে আসছেন।
বালুখালী বিওপির একটি বিশেষ টিম আগে থেকেই কৌশলে এলাকায় অবস্থান নেয়। পরে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মনিরকে ধাওয়া করে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তিনি উখিয়া থানার আলোচিত শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি।
গত বছরের নভেম্বর মাসে দায়ের করা ৯৬০০ পিস ইয়াবার একটি মামলাতেও তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
আটক মনির হোসেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকার বাসিন্দা। তাঁকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন,
“ইতিপূর্বে বিজিবির হাতে অনেক ইয়াবা কারবারি (বাংলাদেশি ও রোহিঙ্গা) ধরা পড়েছে। তবে এদের বেশির ভাগই ছিল বহনকারী। আসল গডফাদাররা থাকে পর্দার আড়ালে। আমরা সেই গডফাদারদের চিহ্নিত করছি, এবং মাদকের মূল নেটওয়ার্ক ধ্বংসে অভিযান অব্যাহত থাকবে।” সংবাদ প্রকাশঃ ০৮-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=