বাঙ্গরা উপজেলা বাস্তবায়ন না হলে পাঁচটি গ্যাস ফিল্ড বন্ধের হুমকি

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকেঃসংবাদদাতা জানান ===== কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে দ্রুত উপজেলা ঘোষণার দাবিতে তীব্র আন্দোলন শুরু হয়েছে। চলতি মাসের (অক্টোবর) মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পাঁচটি গ্যাস ফিল্ড বন্ধ করে দেওয়ার চরম হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।
মঙ্গলবার বিকেলে চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই জনসমাবেশ থেকে এই হুমকি দেওয়া হয়।
কুমিল্লার বৃহত্তর মুরাদনগর উপজেলা থেকে ২০১৬ সালে ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত বাঙ্গরা বাজার থানাকে দ্রুত উপজেলায় উন্নীত করার দাবি।
২০২২ সালের জনশুমারি অনুযায়ী বাঙ্গরা বাজার থানা এলাকায় প্রায় ২ লাখ ৪৭ হাজার ১১২ জন মানুষের বসবাস।
বক্তারা বলেন, ইতোমধ্যেই গত ৮ সেপ্টেম্বর প্রি-নিকার বৈঠকে বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু এর বাস্তবায়ন প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নিকট দ্রুত উপজেলা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়েছে।
চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে মুরাদনগর উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি মিনহাজুল হক, কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি তাহমিনা আক্তার, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার মানুষ বক্তব্য রাখেন। সমাবেশে ব্যাপক সংখ্যক লোক অংশ নেন।
বাঙ্গরা উপজেলা বাস্তবায়নের দাবিতে ইতোমধ্যে শ্রীকাইল, বাঙ্গরা পশ্চিম, আন্দিকুট, টনকী, পূর্বধ‌ইর পূর্ব ও পূর্বধ‌ইর পশ্চিম ইউনিয়নসহ একাধিক স্থানে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অন্যান্য ইউনিয়নগুলোতেও সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অব্যাহত রাখা হবে। সংবাদ প্রকাশঃ ০৭-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন