সিটিভি নিউজ।। ঢাকা, ৬ অক্টোবর ২০২৫ ============
আজ বিকালে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি’র প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ সফররত যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন এর বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক এর বাসভবনে তার উপস্থিতিতে উক্ত বৈঠকে তারা মিলিত হন।
এনসিপি’র প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহবায়ক ও আন্তর্জাতিক সেল এর প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।
ব্যারোনেস রোজি উইন্টারটন দীর্ঘদিন যুক্তরাজ্যের সংসদ সদস্য ছিলেন এবং মন্ত্রিসভায় কাজ করেছেন। ২০২৪ সালে তাকে হাউজ অফ লর্ডসে উন্নীত করা হয় এবং ২০২৫ সালে তিনি যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পান। ব্যারোনেস অফ ডনকাস্টার এর পাশাপাশি তিনি ডেম কমান্ডার অফ ব্রিটিশ এম্পায়ার (ডিবিই) উপাধি ধারণ করেন যেটি নারী হিসেবে পুরুষ নাইট উপাধির সমতুল্য।
বৈঠকের আলোচ্য বিষয় ছিলো এনসিপি’র অর্থনৈতিক পরিকল্পনা ও প্রস্তাবনা এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক। এনসিপি’র প্রতিনিধি দল তাদের নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহারে থাকা অর্থনীতি বিষয়ক দফাসমূহকে তুলে ধরে। মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি, তারুণ্য ও কর্মসংস্থান, বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি, গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, জাতীয় শিক্ষানীতি এবং সার্বজনীন স্বাস্থ্য; এই সকল প্রস্তাবনা নিয়ে দুই পক্ষের বিশদ আলোচনা হয়।
এছাড়াও যুক্তরাজ্য ও বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তারা আলাপ করেন। এনসিপি‘র প্রতিনিধি দল আগামীতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে যুক্তরাজ্যের বাণিজ্য দূত মারফত তাদের সরকার ও ব্যবসায়ীদের আহ্বান জানান। সংবাদ প্রকাশঃ ০৭-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com