মুরাদনগরে মৃত্যুর ১৯ দিন পর আদালতের নির্দেশে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহাগী আক্তারের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃসংবাদদাতা জানান====
কুমিল্লার মুরাদনগরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহাগী আক্তারের (১৩) রহস্যজনক মৃত্যুর ১৯ দিন পর তার মরদেহ কবর থেকে উত্তোলন করেছে প্রশাসন। আদালতের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দ্রæত দাফন হওয়া এই শিশুটির মৃত্যুর কারণ নিয়ে এলাকায় সৃষ্ট দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান হতে চলেছে।
সোমবার দুপুরে উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর কবরস্থান থেকে প্রশাসনের উপস্থিতিতে সোহাগীর মরদেহ উত্তোলন করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সোহাগী আক্তার কামারচর গ্রামের আল-আমীনের প্রথম স্ত্রীর বড় মেয়ে এবং কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সোহাগী আক্তারের আকস্মিক ও রহস্যজনক মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, তার বাবা আল-আমীন সে সময় পুলিশকে কোনো প্রকার খবর না দিয়েই তড়িঘড়ি করে মেয়ের দাফন সম্পন্ন করেন। এই অস্বাভাবিক দ্রæততায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সন্দেহ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। কারণ এত কম বয়সী একটি শিশুর আত্মহত্যা করা বিশ্বাসযোগ্য ছিল না। এলাকাবাসীর সন্দেহের কেন্দ্রে ছিল সোহাগীর বাবা ও সৎ মা।
এই রহস্যজনক মৃত্যুর ঘটনা এবং দ্রæত দাফনের পরিপ্রেক্ষিতে, ঘটনার দুই দিন পর ১৯ সেপ্টেম্বর নিহতের নানা কালু মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সোহাগীর আপন পিতা আল-আমীন ও সৎ মা শারমিন আক্তারকে আসামি করা হয়। নানার অভিযোগ ছিল, তার নাতনিকে হত্যা করা হয়েছে।
মামলা দায়েরের পর আদালতের কাছে মরদেহ উত্তোলনের আবেদন করা হয় এবং আদালত সেই আবেদন মঞ্জুর করেন। আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পর প্রশাসন দ্রæত পদক্ষেপ গ্রহণ করে। লাশ উত্তোলনের সময় মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন, থানা পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
লাশ উত্তোলনের ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, ‘আদালতের নির্দেশে সোহাগীর লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই আমরা তার মৃত্যুর সঠিক ও আসল কারণ জানতে পারব। রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’
নিহত শিশুটির বাবা ও সৎ মার বিরুদ্ধে আনিত অভিযোগ কতটুকু সত্য, এবং সত্যিই এটি আত্মহত্যা নাকি হত্যাকান্ড, সেই প্রশ্নের উত্তর এখন পুরোপুরি নির্ভর করছে ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর। ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী এবং নিহতের পরিবার ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করছেন। # # সংবাদ প্রকাশঃ ০৭-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com