সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা:সংবাদদাতা জানান ========
আগামী ১২ অক্টোবর দেশে প্রথমবারের মতো জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আজ মঙ্গলবার (৭ অক্টোবর ) চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে উপজেলা হলরুমে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী (তোফায়েল)। তিনি জানান, চৌদ্দগ্রাম উপজেলায় টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৪৮,৯৫১ জন। মোট ৩৩৭ টি টিকাদান কেন্দ্রে ৩৩৭ জন স্বেচ্ছাসেবক সহ সর্বমোট ৫৫৩ জন দক্ষ জনশক্তি টিকাদান সম্পন্ন করবেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ সৈয়দ আল মনসুরের পরিচালনায় ও মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো: রিয়াজুল ইসলামের সার্বিক সহযোগীতায় এ সময় আরও উপস্থিত ছিলন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মীর হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল হুদা তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক আহম্মদ, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক তারেক উদ্দিন আকাশ, ইফা'র ফিল্ড অফিসার মো: রুহুল আমিন, মাওলানা মো: শাহ আলম ও মাষ্টার সুলতান আহম্মদ প্রমুখ।
উল্লেখ্য, গত ১ আগস্ট শুরু হয় টিকাদান কর্মসূচির রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ওই সময়ে ১ সেপ্টেম্বর টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছিল। কিন্তু প্রস্তুতির ঘাটতি থাকায় সেটি পিছিয়ে ১২ অক্টোবর পর্যন্ত পেছানো হয়। সংবাদ প্রকাশঃ ০৭-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com