চিৎকারেই বাঁচল পরিবার —কালীগঞ্জে সাহসী নারীর তৎপরতায় ধরা তিন দুর্ধর্ষ ডাকাত

সিটিভি নিউজ।। মানিক ঘোষ,নিজস্ব প্রতিনিধি==============রাত তখন আটটা। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ করেই কালীগঞ্জের বেজপাড়া গ্রামে ডাকাত ডাকাত শব্দে চিৎকারে কেঁপে ওঠে এলাকা।
অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে একদল ডাকাত ঢুকে পড়ে আব্দুর রশিদের ঘরে। তারা লুটে নেয় প্রায় তিন লক্ষাধিক টাকার স্বর্ণালংকার।
গৃহবধূ রিজিয়া বেগম ভয় পাননি
জিম্মি অবস্থায় থেকেও সাহস সঞ্চয় করে চিৎকার শুরু করেন— “বাঁচাও, ডাকাত ডাকাত।
তার আর্তচিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসে। মুহূর্তেই গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গ্রামবাসীর তৎপরতায় পালানোর আগেই ধরা পড়ে তিন ডাকাত—
শাহাবুর মন্ডল (৩২), রানা হোসেন (২৩) এবং তুষার আহাম্মেদ সাকিব (২১)।
তুষার এ বছরের এসএসসি পরীক্ষার্থী, আর রানা মালয়েশিয়া ফেরত বলে জানা গেছে!
ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে যান।
পরবর্তীতে এএসপি (সার্কেল) ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক ডাকাতদের জনতার কবল থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
সংবাদ প্রকাশঃ ০৭-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=