ওমেরা এনার্জি বাংলাদেশ ক্লিন এনার্জি অ্যাওয়ার্ড ২০২৫ এ রাইজিং স্টার পুরস্কার পেল

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার:সংবাদদাতা জানান ====
রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে ৫ অক্টোবর রবিবার অনুষ্ঠেয় বাংলাদেশ ক্লিন এনার্জি উইক ২০২৫ পুরস্কার বিতরণী প্রোগ্রামে রাইজিং স্টার ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে ইস্ট কোস্ট গ্রুপের ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেড৷

ওমেরা সোলারের সিইও মাসুদুর রহিম এই পুরস্কার গ্রহণ করেন। সোলার খাতে ওমেরা রিনিউয়াল এনার্জি লিমিটেডের অসাধারণ অবদান এবং রপ্তানী সক্ষমতা অর্জন করা ছিল এই অ্যাওয়ার্ডের অন্যতম পূর্ব শর্ত।

উল্লেখ্য, দিনব্যাপী অনুষ্ঠানে সেমিনার এবং বিভিন্ন ক্যাটাগরীতে দেশের এনার্জি খাতে অবদান রাখা স্বনামধন্য সব প্রতিষ্ঠানকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রকাশ থাকে যে, ইস্ট কোস্ট গ্রুপের অঙ্গ সংগঠন হিসেবে ২০১০ সাল থেকে বিদ্যুৎ সমস্যার বিকল্প সমাধানকল্পে সোলার সিস্টেম এর ব্যাপক প্রসার ও বিস্তারে ওমেরা সোলার অসামান্য কাজ করে যাচ্ছে। মূলত তিন পন্থায় কাজ করে কোম্পানীটি- দেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সোলার প্যানেল এসেম্বলী করা, রুফটপ প্রজেক্ট ও সোলার সমাধান সংক্রান্ত কনসালটেন্সী, যেমন- প্রজেক্ট উন্নয়ন সংক্রান্ত, ইপিসি সমাধান সংক্রান্ত, প্রজেক্ট ফাইনেন্সার আয়োজন করে দেওয়া ইত্যাদি এবং আইপিপি তথা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রজেক্ট উন্নয়ন করা (১০০ মেগাওয়াট লক্ষ্যমাত্রা)।

বর্তমানে শতভাগ রোবটিক্স প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে অত্যাধুনিক সোলার প্রজেক্ট বাস্তবায়ন করে যাচ্ছে ওমেরা সোলার। ইতিমধ্যে কোম্পানীটি অসংখ্য রুফটপ সোলার নিয়ে যাবতীয় বড় প্রজেক্ট বাস্তবায়ন করে চলেছে, যার মোট ক্যাপাসিটি ৬০ মেগাওয়াট এর বেশী। সংবাদ প্রকাশঃ ০৬-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন