৬ দফা দাবিতে ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

সিটিভি নিউজ।। আতাউর রহমান সংবাদদাতা জানাপন ====
নিয়োগবিধি সংশোধন, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।
রোববার ( ৫ অক্টোবর ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। প্রতিদিন এ কর্মসূচি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে বলে জানান তারা।
স্বাস্থ্য সহকারীরা জানিয়েছেন, এই কর্মসূচির কারণে টিকাদান কর্মসূচি এবং টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

স্বাস্থ্য সহকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার। তারা এসব বৈষম্য দূর করতে কর্তৃপক্ষের কাছে দাবি উপস্থাপন করেছিলেন। তবে কর্তৃপক্ষ তাদের দাবি পূরণের আশ্বাস দিলেও তা আদৌও বাস্তবায়ন করেননি। এজন্য বাধ্য হয়ে তারা গেলো ১ অক্টোবর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন শুরু করেছেন।

তাদের দাবিগুলো হচ্ছে, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান সংযোগ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি কর্মসূচি চলবে বলে তারা জানান।

কর্মবিরতি কর্মসূচিতে ব্রাহ্মণপাড়া উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক শামসুল আলম, সহসভাপতি মো. তাজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, সদস্য আল আমিনুর রহমান চৌধুরী, আবু সালেহ, কামরুল হাসান, আবু খায়ের, নাছরিন চৌধুরী, রুনাপ জাহান, মাকসুদা আক্তার, বিউটি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৬-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন