মনোহরগঞ্জ – লাকসাম সড়ক মরণফাঁদ ভরাট সংস্কার কাজ করছেন- জসিম উদ্দিন

সিটিভি নিউজ।। আবদুর রহিম মনোহরগঞ্জ( কুমিল্লা) প্রতিনিধি ===================
মনোহরগঞ্জ – লাকসাম সড়ক মরণফাঁদ গর্ত ভরাট সংস্কার কাজ করছেন,মনোহরগঞ্জ ঝলম দক্ষিণ ইউনিয়নের ঝলমগ্রামের কাতার প্রবাসী ও উন্নয়ন ফোরামের সভাপতি জামাত নেতা মোহাম্ম জসিম উদ্দিন। মনোহরগঞ্জ – লাকসাম সড়ক দীর্ঘদিনের ভোগান্তি অবসান হলো অবশেষে। সড়কের বিপজ্জনক গর্ত মরণফাঁদ নিজ অর্থায়নে গর্ত ভরাট সংস্কার কাজ করেছেন কাতার প্রবাসী, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি জামাত নেতা মোহাম্মদ জসিম উদ্দিন।
এলাকাবাসীর অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কের ছোট বড় গর্ত খানাখন্দে পড়ে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা যাত্রী পথচারী যানবাহন আতঙ্কের মধ্যে চলাচল করছে । মনোহরগঞ্জ,আশিরপাড় মান্দারগাঁও, পোমগাঁও, শান্তির বাজার, হাসনাবাদ, ব্যবসায়িক প্রাণকেন্দ্র।সড়কটি মনোহরগঞ্জ বাজার থেক আশিরপাড় বাজার পর্যন্ত বেহাল দশা ।সড়কে যানবাহন সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও ভোগান্তিতে পড়েন।সড়কের বেহাল দশা নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করলেও কাতার প্রবাসি জামাত নেতা উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন তনি নিজ অর্থায়নে সড়কের সংস্কার কাজকরছেন ,উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য সাইফুলসাফী, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম, সদস্য মো,মমিন পাঠান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহসড়কের উন্নয়ন কাজে সহযোগিতা করেন । সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে পেয়েছে।ব্যক্তিগত অর্থে এবং জনস্বার্থে কাজ করছেন তিনি । সংবাদ প্রকাশঃ ০৫-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=