ব্রাহ্মণপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।।সংবাদদাতা জানান ===
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ অক্টোবর (রবিবার) দুপুরে র্যালিটি ব্রাহ্মণপাড়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণপাড়া উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা জাহান বলেন, একজন শিক্ষক শুধু শিক্ষার্থীদের পাঠ দানই করাননা, সে একটি সমাজ তথা জাতীকে আলোকিত করার কারিগর। একজন শিক্ষক, শিক্ষা দানের পাশাপাশি একটি শিক্ষার্থীর চিন্তা, চরিত্র ও ভবিষ্যৎ ঘটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতী ঘটনের ক্ষেত্রে শিক্ষকের গুরুত্ব অপরিসীম। তাই শিক্ষকের মূল্যায়ন ও সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, শিক্ষা অফিসার হালিমা পারভিন। উপস্থিত ছিলেন ড. মোবারক হোসেন, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন, দীর্ঘ ভূমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল খায়ের, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষক শফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান ও শিক্ষকগণ। সংবাদ প্রকাশঃ ০৫-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=