বরুড়ায় টিফিনের টাকায় গাছের চারা বিতরণ

সিটিভি নিউজ।।। রবিবার (৫ অক্টোবর) বরুড়া থানা রোডে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘেরর আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, দেবিদ্বার শাখার সভাপতি ইয়াছিন মুন্সী, অর্থ সম্পাদক মেহেদী হাসান মারুফ, সদস্য সাদমান তাসিন, শামিম, শিহাব।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনটির সব সদস্যই শিক্ষার্থী। তারা সারাদেশে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে গাছের চারা বিতরণ করছেন। এবছর তাদের লক্ষ্য ৫০ হাজার গাছের চারা বিতরণ। শিক্ষার্থীদের গাছের চারা হাতে নিয়ে মাদক, বাল্যবিয়ে ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার বার্তা দেন সংগঠনের সদস্যরা। সংবাদ প্রকাশঃ ০৫-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=