সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভয়াবহ প্রকোপের মধ্যে রোগীদের চিকিৎসা ও মশা নিধনের সুবিধার্থে গুরুত্বপূর্ণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে মডেল ডি ক্যাপিটাল গ্রুপ। মশা নিধন এবং জরুরি রোগী পরিবহনের জন্য এই শিল্প গ্রুপের মালিক বিএনপি নেতা মাসুদুজ্জামান খানপুর ৩০০শ শয্যা হাসপাতালে চারটি ফগার মেশিন ও একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে।
রোগী বৃদ্ধির কারণে যখন হাসপাতালগুলোতে চাপ বাড়ছে, ঠিক তখন মডেল গ্রুপের এই উদ্যোগ স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় স্বস্তি এনে দিয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে নগরীর খানপুর তিনশ শয্যা হাসপাতালে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান হাসপাতালের কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা সামগ্রী হস্তান্তর করেন। এ সময় চারটি ফগার মেশিন ছাড়াও জরুরি রোগী পরিবহনের জন্য ড্রাইভারসহ একটি অ্যাম্বুলেন্সও প্রদান করা হয়।
মাসুদুজ্জামান বলেন, এই চারটি ফগার মেশিন পরিচালনার জন্য নয়জন লোক নিয়োগ করা হয়েছে। তারা প্রতিদিন হাসপাতালের আঙ্গিনাসহ আশেপাশের পাড়া-মহল্লায় ঔষধ ছিটিয়ে মশা নিধনের কাজ করবে। তিনি আরও জানান, কোনো ডেঙ্গু রোগীর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় প্রেরণের জন্য এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হবে।
সহায়তা গ্রহণকালে খানপুর তিনশ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক আবুল বাশার উপস্থিত ছিলেন। তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে লোকবল সংকটের কথা তুলে ধরেন। তিনি হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ১০ জন খণ্ডকালীন ক্লিনারের প্রয়োজনীয়তার কথা জানান। জবাবে মাসুদুজ্জামান হাসপাতাল কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন যে, তিনি এই লোকবলেরও ব্যবস্থা করবেন।
পরে মডেল ডি ক্যাপিটাল গ্রুপের পক্ষ থেকে হাসপাতালের ভর্তি ডেঙ্গু রোগীদের জন্য ফলমূল বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকুসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংবাদ প্রকাশঃ ০৫-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com