সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার,দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
কুমিল্লার দেবীদ্বারে পুলিশ সদস্যকে জিম্মি করে চাঁদা আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় এক নারীসহ অপর এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে পুলিশ মামলায় অভিযুক্ত, ভুক্তভোগী পুলিশ সদস্যের আপন চাচী উপজেলার বুড়িরপাড় গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী আমেনা বেগম(৪৫) ও বিএনপির কর্মী গুনাইঘর (ইকরানগর)’র মৃত দৌলত খানের পুত্র হেলাল খান(২৮)কে আটক করেন।
ভোক্তভ‚গী পুলিশ সদস্যকে জিম্মি করে ২ লক্ষ টাকা চাঁদাদাবী ও মারধরের ঘটনাটি ঘটে গত বুধবার (১অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে। পুলিশ সদস্য মো. আবু কাউছার(৩২) উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের হাজী বাড়ির মৃত: বাচ্চু মিয়ার পুত্র। তিনি ব্রাক্ষনবাড়িয়া জেলার কসবা থানায় কর্মরত আছেন।
মামলা সূত্রে জানা যায়, পুলিশ সদস্য আবু কাউছারকে তার আপন চাচী আমেনা বেগম(৪৫) জমি কেনার কথা বলে দেবীদ্বার সদরে ডেকে আনেন। দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের একটি জমি দেখান। জমি পছন্দ না হওয়ায়, কাউছার চলে যেতে চান। এসময় তার চাচী জমির মালিকের সাথে কথা বলার জন্য দেবীদ্বার পৌর এলাকার ছোটআলমপুর ক্বারীমিয়া মাদ্রাসা সংলগ্ন আঃ বারেক ভিলার (কালা মিয়া) বাস ভবনের পঞ্চম তলায় নিয়ে যান।
পুলিশ সদস্য কাউছার ঘটনাস্থলে যাওয়া মাত্রই হেলাল খান ও কামাল হোসেন তাকে একটি কক্ষে আটক করে ফেলে। আটকের সাথে সাথে পুলিশ সদস্যের সাবেক স্ত্রী আমেনা আক্তারসহ মামলার অনন্য আসামীরা এসে তাকে অবরোধ করেন এবং তার সাবেক স্ত্রীর যোগসাজশে তার সাবেক স্বামীকে জড়িয়ে বিভিন্ন ভিডিও করে। তাকে ২০ লাখ টাকা দেনমোরানায় আবারো বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। বিয়ে করতে রাজি না হলে মারধর করে ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দেন। বিয়ে না করলে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। টাকা দিলে ভিডিও ছাড়বে না বললে মান সম্মানের কথা চিন্তা করে সে তার কাছে থাকা নগদ ১৩ হাজার ও হাতে থাকা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একটি আংটি দিয়ে দেয়।
এতেও তারা ক্ষান্ত হয়নি, ভুক্তভোগীকে আরো মারধর করে বিকাশে টাকা আনতে বলেন। পুলিশ সদস্য তারই চাচাতো ভাই খাইরুল’র মাধ্যমে বিকাশে আরো ৫০ হাজার টাকা প্রদান করেন। এতেও তারা ক্ষান্ত হয়নি পরে সে তার স্ত্রী ইশরাত জাহানকে ফোন করলে সে এসে তার স্বামীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।
ওই ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্যের স্ত্রী ইশরাত জাহান(৩০) বাদী হয়ে পুলিশ সদস্য আবু কাউছারের সাবেক স্ত্রী’ উপজেলার বুড়িরপাড় গ্রামের হারুনুর রশিদ এর কন্যা তাছলিমা আক্তার (২৮), পুলিশ সদস্যের আপন চাচী উপজেলার বুড়িরপাড় গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী আমেনা বেগম(৪৫), দেবীদ্বার পৌরসভার সাবেক সেচ্চাসেবক দলের সাংগনিক সম্পাদক ও পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের ইসমাইল হোসেনের পুত্র বিল্লাল হোসেন বিল্লু(৩০), চাপানগর গ্রামের আবু মিয়ার পুত্র বিএনপির নেতা কানা জালাল (৩২) ও গুনাইঘর (ইকরানগর) এলাকার মৃত দৌলত খানের পুত্র কামাল হোসেন (৩২) ও হেলাল খান(২৮)সহ ৬ জনকে অভিযুক্ত করে থানায় মামলা চাদাবাজীর দায়ের করেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, দেবীদ্বারের একটি সংঘবদ্ধ দল এক পুলিশ সদস্যকে জিম্মী করে চাঁদা আদায় ও মারধরের ঘটনায় তার স্ত্রী কর্তৃক দায়ের করা মামলার ২ আসামীকে আটক করেছি। বাকীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে চাদাদাবীর মামলায় আটক আমেনা বেগম(৪৫) ও বিএনপির কর্মী হেলাল খান(২৮)’র থানা পুলিশ থেকে সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ০৫-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com