জনগণের এক টাকা পর্যন্ত হিসাব পৌঁছে দেব– কাজী দ্বীন মোহাম্মাদ

সদর দক্ষিণ উপজেলা গণসংযোগ,পথসভা, ও মহিলা সমাবেশ
সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার, কুমিল্লা=======জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক গণসংযোগ ও উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে সদর দক্ষিণ উপজেলা বিভিন্ন এলাকায়
গণসংযোগ, পথসভা, ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়াড়া দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামে ৫ অক্টোবর রবিবার বিকাল ৩টা থেকে শুরু হয়ে এক বিশাল মহিলা সমাবেশ।
এর পরে জোড় কানন পূর্ব ইউনিয়নের লালবাগ, জগপুর, মথুরাপুর, তালপট্টি বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ, পথসভা
অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মানুষের উৎসবমুখর উপস্থিতি ও জামায়াত নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এতে প্রাধান অতিথি হিবেবে উপস্থিত ছিলেন
কুমিল্লা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ কামরুজ্জামান সোহেল।
গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর মাওলানা ইব্রাহিম ফয়সাল, সেক্রেটারি মাস্টার আবুল কাশেম, সহকারী সেক্রেটারি ইকবাল মজুমদার, ১নং ওয়ার্ড সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি সালেহ আহমদ, ৩নং ওয়ার্ড সভাপতি মাওলানা জামালুল হক, ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুর নুর, ৫নং ওয়ার্ড সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, ৬নং ওয়ার্ড সভাপতি আবু হানিফ, ৮নং ওয়ার্ড সভাপতি মাজহারুল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি ইকরামুল হক মনির, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি রাকিবুল হাসান রানা এবং ৪নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মুবিন মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে বিভিন্ন পথসভায়
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“আমরা ক্ষমতায় গেলে শাসক নয়, সেবক হবো। জনগণের এক টাকা পর্যন্ত হিসাব পৌঁছে দেব। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি উন্নয়নের অন্তরায়— ইনশাআল্লাহ আমরা এগুলো বন্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে কাজ করব। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই।”
তিনি আরও বলেন,
“স্বৈরাচারী সরকার কুমিল্লাকে বিভাগ হতে দেয়নি। কুমিল্লার ঐতিহাসিক বিমানবন্দর চালু করতে হবে—এখানে কোনো তালবাহানা চলবে না।”
বিশেষ অতিথি কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ কামরুজ্জামান সোহেল। বলেন,
“দুর্নীতি সয়লাভ গোটা বাংলাদেশে। শুধু স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ করতে পারলে ২০ টাকার ওষুধ ৫ টাকায় কেনা সম্ভব। আসুন দুর্নীতি ও সন্ত্রাস বন্ধে ঐক্যবদ্ধ হই এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লার পক্ষে থাকি। সংবাদ প্রকাশঃ ০৫-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=