দেবীদ্বারে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/ =========
আলোকিত সমাজ নির্মানে গুনীজনদের পথ অনুস্মরণ করেই আমাদের এগুতে হবে। গুনীজনদের সম্মানীত করলেই সমাজ সম্মানীত হবে। শিক্ষায় আমরা এগিয়েছি কিন্তু গুনগত শিক্ষায় পিছিয়ে আছি। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের এক সাথে কাজ করতে হবে।
শনিবার (৪ অক্টোবর) সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ‘মুগসাইর-এগার গ্রাম উচ্চ বিদ্যালয়’ মাঠে আয়োজিত কৃতি শিক্ষার্থী, বিদায়ী শিক্ষক, মরণোত্তর শিক্ষক- কর্মচারী ও সমাজ উন্নয়নে অবদান রাখা প্রবীণ গুনীজদের সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে, অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ শেখ মো. মজিবুর রহমান ওই বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানটি প্রাক্তন ও বর্তমান শিক্ষক- শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক ও সূধীজনদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিনত হয়।
মুগসাইর-এগার গ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি হাজী মো. ইনুছ মিয়ার সভাপতিত্বে এবং কুমিল্লা বিশ^ বিদ্যালয়ের সহকারি রেজিস্টার মো. এমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ডাঃ শেখ মো. মজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, ইউছুফপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জাকারিয়া ম্যানেজার, বিশিস্ট আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম, প্রকৌশলী মো. রমিজ উদ্দিন, ফিউচার বিল্ডার্স লিঃ’র পরিচালক মো. সাজেদুল আলম বাদল, চিত্রা ইমপেক্স’র নির্বাহী পরিচালক মো. এরশাদ আলম মজুমদার, নিজা এন্টারপ্রাইজ লিঃ’র নির্বাহী কর্মকর্তা মো. রিফাত হোসাইন বাছির।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, নোয়াব মেম্বার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আলী হোসেন মাস্টার, মো. সফিকুল ইসলাম, সাবেক কর্মচারী মো. জুনাব আলী, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ। স্বাগতিক বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।
অনুষ্ঠান শেষে মুগসাইর- এগার গ্রাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন দাতা সদস্যদের নামে নাম ফলক নির্মাণ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান কার্যক্রমের উপর একটি প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার উপজেলার ‘মুগসাইর-এগার গ্রাম উচ্চ বিদ্যালয়’ মাঠে আয়োজিত কৃতি শিক্ষার্থী, বিদায়ী শিক্ষক, মরণোত্তর শিক্ষক- কর্মচারী ও সমাজ উন্নয়নে অবদান রাখা প্রবীণ গুনীজদের সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের ছবি। সংবাদ প্রকাশঃ ০৪-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন