“সাংবাদিকরা জাতির বিবেক, আর সাংবাদিকদের অধিকার রক্ষা মানে জনগণের অধিকার রক্ষা- সভাপতি খোরশেদ আলম

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান সংবাদদাতা কক্সবাজার ============
টেকনাফে বিশেষ কাজে আগমন উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি খোরশেদ আলমকে ফুলেল শুভেচ্ছা জানালেন,জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
শুক্রবার ৩ অক্টোবর ২০২৫ ইং তারিখ বিকেল ৫ ঘটিকার সময় টেকনাফ মেরিনড্রাইভ জিরো পয়েন্টে পৌঁছেন অতিথিবৃন্দরা। টেকনাফ উপজেলা শাখার সকল নেতৃবৃন্দের সাথে সীবীচ এক রেস্তোরাতে মতবিনিময় করেন জেলার সভাপতি।
এসময় জাতীয় সাংবাদিক সংস্থা,কক্সবাজার জেলা শাখার সভাপতি খোরশেদ আলম ও যুগ্ম সাধারন সম্পাদক আমানুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা শাখার সভাপতি নুরুল হোসাইন,সাধারন সম্পাদক ফরহাদ রহমান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসাইন সাজ্জাদ,অর্থ সম্পাদক মোজাম্মেল হক,প্রচার সম্পাদক মোঃ শফিক,সদস্য সালা উদ্দিন আহমদ,আনোয়ার হোসেন ও কামরুল ইসলাম সহ প্রমুখ।
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সভাপতি খোরশেদ আলম মতবিনিময় সভায় বলেন,
সাংবাদিকরা জাতির বিবেক, আর সাংবাদিকদের অধিকার রক্ষা মানে জনগণের অধিকার রক্ষা।
তিনি আরো বলেন,জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
টানা ৪৪ বছরের ঐতিহ্যে গৌরবমণ্ডিত এই সংগঠন নতুন প্রজন্মের সাংবাদিকদের এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাচ্ছে।সাংবাদিকদের অধিকার আদায়, সৃজনশীল সাংবাদিকতা চর্চা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় বলিষ্ঠ ভূমিকা রাখবে টেকনাফ উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
মতবিনিময় শেষে টেকনাফ উপজেলা শাখার নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। সংবাদ প্রকাশঃ ০৪-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=