সিটিভি নিউজ।। তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে সংবাদদাতা ।। আসছে ২০ ও ২১ অক্টোবর সোম ও মঙ্গলবার দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সূচীর মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা ও মহানাম সংকীর্তন। শ্রী শ্রী ময়নামতি কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কিংকর দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ উপলক্ষে ২০ অক্টোবর সোমবার গঙ্গা আহবান, গোধূলি লগ্নে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, পূর্ণ কলসে দেব সাজে সাজ সাজ মা, মা গঙ্গার আগমন। এরপর ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন, তুলসী আরতী ও গৌর আরতি এবং অধিবাস কীর্তন শেষে শ্রীমদভগবদগীতা ও শ্রীমদ্ভাগবত পাঠ এবং রাত ১২টায় শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা। পরদিন ২১ অক্টোবর মঙ্গলবার ভোর হতে যথাক্রমে মঙ্গলধ্বনি, প্রভাতী কীতন, আরতি দ্বীপ দান, শ্রী শ্রীকৃষ্ণ পূজা ও বাল্যভোগ শেষে দ্বিপ্রহরে ভোগ রাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ। এ ছাড়াও মঙ্গলবার "উদয়-অস্ত" শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন।
এতে নামসূধা বিতরণ করবেন- সুদূর ভোলা হতে আগত শ্রী শ্রী সত্য নারায়ণ সম্প্রদায়, নোয়াখালী শ্রী শ্রী বলদেব জিউর সম্প্রদায়, মাগুরা শ্রী শ্রী সোনার গৌর সম্প্রদায় ও স্থানীয় শ্রী শ্রী ময়নামতি কালী মন্দির সম্প্রদায়।
ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন শ্রী শ্রী ময়নামতি কালী মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ০৪-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com