সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী সংবাদদাতা জানান======নওগাঁর ধামইরহাটে প্রতারণার মাধ্যমে জাল দলিল তৈরি করে জমি বিক্রির চেষ্টার অভিযোগে চার প্রতারককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। আটকরা চারজন সাব রেজিস্ট্রার অফিসের নকলনবিশ ছিলেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
সোমবার বিকেলে ধামইরহাট সাব রেজিস্ট্রার অফিসে জাল দলিল তৈরি করে জমি বিক্রির ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার ধামইরহাট ইউনিয়নের রুপনারায়ণপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো. মনসুর রহমান (৩২), আলমপুর ইউনিয়নের চকতিলন গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে রুহুল আমিন (৩৪), আমাইতাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৫৫) ও তার ছেলে রেজওয়ান হোসেন (২৮)।
উপজেলা সাব রেজিস্ট্রার মাহবুবা মনির মিশু জানান, প্রতারক আসামিদের দাখিলকৃত দলিল ও সরকারি সকল কাগজপত্র যাচাইকালে প্রতারকদের প্রস্তুতকৃত দলিলটি রেজিস্ট্রি অফিস এজলাসেই জাল ও ভুয়া প্রমাণিত হওয়ায় তাদেরকে আটক করে থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে সোমবার রাতে উপজেলা সাব রেজিস্ট্রার নিজে বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
ধামইরহাট থানার ওসি মো. ইমাম জাফর বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে আসামিদেরকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সংবাদ প্রকাশঃ ০২-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=