সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=============
কুমিল্লার দেবীদ্বারে ৩৬ অসহায় ও দরিদ্র পরিবার পেল ৩৬ টি ছাগল।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ হলরুমে ‘পদ্মকোট আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র বর্ষপূর্তী উদযাপন উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে ওই ইউনিয়নের ৩৬ জন অসহায় ও দুস্থ্য পরিবারকে স্বাবলম্বী করতে এ ছাগল বিতরণ করা হয়।
‘পদ্মকোট আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র সভাপতি মো. শাহজাহান রোশন’র সভাপতিত্বে এবং মো. মতিউর রহমান সরকার ও মুফতী মাওলানা সানাউল্লাহ’র সঞ্চালনায় উক্ত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ‘ফ্রেস স্টিল লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ও পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা-১’র সভাপতি মো. ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ি মো. আব্দুর রশিদ, জিয়াউর রহমান, ওসমান গনি মোল্লা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, আমাদের দেবীদ্বার পত্রিকার সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, মো. শামিম আহমেদ, ইউপি সদস্য ও সংগঠনের সাধারন সম্পাদক আবু মুছা মোল্লাহ, ডাঃ আমিনুল ইসলাম, মো. তাজুল ইসলাম সরকার, মো. নজরুল ইসলাম, মো. খলিলুর রহমান, মো. বদিউর রহমান, মো. জসীম উদ্দিন, কাজী আল আমিন, সাকিব হাসান, মো. খায়রুল ইসলাম সরকার, মাসুম পারভেজ প্রমূখ।
আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে আর্ত-দরিদ্র ও অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে ৩৬ পরিবারের মাঝে ৩৬ টি ছাগি ছাগল উপহার দেয়া হয়।
প্রধান অতিথি মো. ওমর ফারুক বলেন, সংগঠনটির পথ চলার এক বছরেই এ ইউনিয়নের ঝড়েপড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মূখী করা, দরিদ্রদের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করা, পরিবেশ বিপর্যয় থেকে রক্ষায় বৃক্ষ রোপন, ময়লার বাগারথেকে পরিচ্ছন্ন এলাকায় রুপ দিতে ডাস্টবিন তৈরী, দায়গ্রস্থ্য পিতাকে কণ্যাদানে সহায়তা, যৌতুক-বাল্য বিয়ে প্রতিরোধ, সড়ক উন্নয়নসহ নানা কাজে অভ‚তপূর্ব অবদান রাখায় সংগঠনটিকে অভিনন্দন জানাচ্ছি।
ছবির ক্যাপশনঃ পদ্মকোট আদর্শ সমাজ কল্যাণ এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে ্আলোচনা সভা ও দরিদ্র বিমোচনে ৩৬ অসহায় পরিবারকে ছাগল উপহার প্রদান করার চিত্র। সংবাদ প্রকাশঃ ০২-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=