aaa
ঢাকাThursday , 2 October 2025
সর্বশেষ সবখবর

আড়াইহাজারে বিএনপি নেতাদের অবৈধ পশুর হাট লাখ লাখ টাকা ভাগবাটোয়ারা রাজস্ব হারাচ্ছে সরকার

CTV News 24
October 2, 2025 8:18 pm
Link Copied!

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে এতিম খানার নাম ব্যবহার করে অবৈধভাবে পশুর হাট বসিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা ভাগবাটোয়ারা করে নিচ্ছে স্থানীয় বিএনপি নেতারা ও উপজেলা প্রশাসনের কতিপয় কর্মকর্তা। দীর্ঘ সময় ২০ জনের একটি সিন্ডিকেট দরপত্র বিহীন অবৈধ এ পশুর হাট নিয়ন্ত্রন করলেও প্রশাসনের কোন নজর নেই। এতে একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার, সেই সাথে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় ক্রেতারা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আওয়ামীগ ক্ষমতা আসার পর ২০০৯ সালে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু বিশনন্দী ইউনিয়ন পরিষদের পাশে স্পল্প পরিসরে দরপত্র বিহীন অবৈধভাবে পশুর হাট বসায়। আশপাশের ১৫ কিলোমিটারের মধ্যে কোন পশুর হাট না থাকায় দ্রুত সময়ের মধ্যে হাটটি পরিসর বৃদ্ধি পায়। প্রতি বুধবারের এ পশুর হাটে পাশ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কুমিল্লা, সোনারগাঁও সহ বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার পশু এখানে আসে। প্রতি হাটে হাজার খানেক উপর পশু কেনাবেচা হয়। হাসলী বাবদ টাকা উঠে পাঁচ লক্ষ টাকার উপর। এত টাকা হাসলী উঠার কারণে নজর পরে স্থানীয় আওয়ামী লীগ ও এর অংগসংঠনের নেতাদের। পরবর্তীতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম আওয়ামী লীগ, যুবলীগের বেশ কয়েকজন মিলে গড়ে তুলে একটি শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেট তাদের এই অবৈধ কাজকে সহানুভূতি দেখাতে টোল (হাসলী) রশীদ কাটে “আল জামিয়তুলা ইসলামিয়া দারুল উলুম বিশনন্দী ও এতিমখানার এর উন্নয়ন কল্পে । টাকার তোলার কাজে মাদ্রাসার কয়েকজন শিক্ষক শিক্ষার্থী দিনমজুর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম জানান, এই এতিমখানায় প্রতি ঈদের সময় সামান্য নামকাওয়াস্তে টাকা দান করে পুরো বছরের প্রায় দুই কোটি টাকা ভাগ বাটোয়ারা করে নিতো আওয়ামী লীগের ওই সিন্ডিকেট। পরবর্তীতে ৫ আগস্টের পর বিশনন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আমজাদ হোসেন হানজালা ও বিশনন্দী ইউনিয়ন যুবদল সভাপতি আমান উল্লাহ একটি সিন্ডিকেট করে আগের ধারাবাহিকতায় মাদ্রাসা ও এতিমখানার নামে গরুর হাটের নামে লাখ লাখ টাকা আত্মসাত করছে। এতে করে রাজস্ব হারাচ্ছে সরকার।
আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বিশনন্দী ও এতিমখানার একজন শিক্ষক (নাম প্রকাশ না করার শর্তে) জানান, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অনুরোধ করে তাদের প্রতিষ্ঠানের নামে পশুর হাট থেকে টাকা তুললে উপকার হয়। হাটের দায়িত্বে যারা রয়েছে তাদের কথা রাখতে গিয়ে মাদ্রাসার ও এতিমখানা নামটি রশীদে ব্যবহার করে। মাঝে মধ্যে ফান্ডের টাকা অভাব হলে ধার নেয়া হয়।
এ ব্যাপারে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আমজাদ হোসেন হানজালা ও বিশনন্দী যুবদল নেতা আমান উল্লাহ বলেন, সামাজিক ও ধমীয় প্রতিষ্ঠানের উন্নতিকল্পে এ পশুর হাটের টাকা ব্যয় করা হয়। কোন ভাগবাটোয়ারা হয়না। বছরে দুই কোটি হউক বা দশ কোটি হউক তা সামাজিক কাজে ব্যবহার করা হয়ে থাকে। এদিকে গরুর হাটে ঢুকলেই যে কোন গাড়ীকে চাদাঁদিতে হয়।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: মামুনুর রশীদ বলেন, এমন অভিযোগ আমি পাইনি সে কারণে বিষয়টি আমার জানা নেই। তবে আড়াইহাজারে কোন অবৈধ হাট বসাতে পারবে না। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, বিষয়টি আমার জানা নেই। সংবাদ প্রকাশঃ ০২-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

"এই সাইটে কোন নিউজ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"