কুমিল্লা-২ আসনে মনোয়ার সরকারের পক্ষ হতে বিভিন্ন পূজামণ্ডপে উপহার সামগ্রী বিতরণ

সিটিভি নিউজ।। মো. তপন সরকার, হোমনা:সংবাদদাতা জানান ==========
কুমিল্লার হোমনা ও তিতাস দুই উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী বিতরণ করেছে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মো. মনোয়ার সরকার।

গতকাল মঙ্গলবার ও বুধবার সন্ধ্যা থেকে হোমনা ও তিতাস উপজেলায় তার কর্মী সমর্থকরা বিভিন্ন পূজা মণ্ডপে মনোয়ার সরকারের পক্ষ হতে শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ উপহার প্রদান করে।

সংসদ সদস্য পদপ্রার্থী মনোয়ার সরকার বলেন, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশ্বাসী। তিনি চান বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনান্য উদাহরণ গড়ে উঠুক।

তিনি আরো জানান, রাজনীতি কেবল ক্ষমতার লড়াই নয়, মানুষের পাশে দাঁড়ানোই এর মূল উদ্দেশ্য। দুর্গাপূজার মতো উৎসব হয়ে উঠুক সম্প্রীতির সেতুবন্ধন, যেখানে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয় সবার মধ্যে। পরিশেষে তিনি পূজার শুভেচ্ছা জানিয়ে সকলের শান্তি ও সৌহার্দ্য কামনা করেন। সংবাদ প্রকাশঃ ০১-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন