কুমিল্লা জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পইন ২০২৫ বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। কুমিল্লা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫========কুমিল্লায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে সংবাদ কমীদের অংশগ্রহণে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাইফয়েড ক্যাম্পইন ২০২৫ বিষয়ক এক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগীতায় কুমিল্লা জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনার মাধ্যমে সম্পদ বক্তার বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা: ফারিয়া জাফরিন আনসারী। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা মোহাম্মদ নূরুল হক।

কনসালটেশন কর্মশালায় বক্তাগণ বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পইন ২০২৫ সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে। টাইফয়েড কিভাবে হয়, হাইজিন মেইনটেইন এর গুরুত্ব, পানি ফুটিয়ে খাওয়া এসব বিষয়ে আলোচনা করেন। টাইফয়েড টিকা রেজিষ্ট্রেশন ও টিকাদান বিষয়ে ভিডিও প্রেজেন্টেশন করা হয়। এপর্যন্ত সারাদেশের তুলনায় কুমিল্লা জেলায় সর্বোচ্ছ ৭১% রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। কর্মশালায় জেলার বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন জনবসতি এলাকায় টিসিভি টিকাদান কার্যক্রম সম্পর্কে প্রচারাভিযান এবং টিকা রেজিস্ট্রেশন জোরদার করার জন্য কুমিল্লা জেলার সংবাদ কর্মীদের সাথে আহব্বান করেন। টাইফয়েড কীভাবে হয় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা আরো বলেন, সচেতনতার বিকল্প নাই এবং ক্যাম্পইন এর বিষয়টি যেন একেবারে তৃণমূল পর্যায় পৌঁছাতে পারে এই জন্য সংশ্লিষ্ট সংবাদ কর্মীদের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার প্রচারণা জোরদার করার জন্য অনুরোধ করা হয়। সারাদেশের ন্যায় কুমিল্লা জেলাও টাইফয়েড টিকাদান ২০২৫ এর কার্যক্রম আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হবে এবং ক্যাম্পেইনে ০৯ মাস বয়সী শিশু থেকে ১৫ বছর বয়সী শিশুদের এক ডোজ টাইফয়েডের টিকা বিনামূল্যে প্রদান করা হবে। সংবাদ প্রকাশঃ ০১-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন