৩৩ হাজার মন্ডপের মধ্যে ৪৯ টি মন্ডপে বিচ্ছিন্ন নাশকতার চেষ্টা করেছে : র‌্যাব ডিজি শহিদুর রহমান

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, ৩৩ হাজার মন্ডপের মধ্যে ৪৯ টি মন্ডপে কিছু নাশকতাকারি, কিছু কাপুরুষ কিছু অসুস্থ মনমানষিকতার লোকজন বিচ্ছিন্ন নাশকতার চেষ্টা করেছে। প্রতিটি ক্ষেত্রেই কঠোর আইনগত ব্যবস্থা নিয়েছি। ১৯ জন নাশকতাকারিকে গ্রেফতার করা হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া খুব ভালোভাবেই হয়েছে শারদীয় র্দুগা উৎসব উদযাপন হচ্ছে।
বুধবার (১ অক্টোবর) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
র‌্যাব মহাপরিচারক বলেন, শারদীয় দুর্গা উৎসব সফল ভাবে সম্পন্ন করার জন্য আইনশৃংখলা বাহিনী সর্বাত্রক প্রচেষ্টা ছিলো। আশা করি আর একটি দিন আছে । বিজয়াদশমীর মাধ্যমে সমাপ্ত হবে। এ পর্যন্ত যে ভাবে চলেছে আমরা সন্তোষ্ট । সারাদেশে ৩৩ হাজারে বেশী পুজা মন্ডপ ছিলো। আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করেছি। রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান ব্যক্তিবর্গ এং সাধারন মানুষের সক্রিয় সহযোগিতায় মাধ্যমে আমার আইনশৃংখলা নিশ্চিত করতে পেরেছি। এটি কেবল মাত্র আইনশৃংখলা বাহিনীর কাজ না।
তিনি বলেন, আমার আশা করবো সম্প্রিতির এই বাংলাদেশে সকল ধর্ম ও গোত্রের মানুষের। ১৮ কোটি মানুষের এই বাংলাদেশে সমান অধিকার নিয়ে বাচার অধিকার আছে। যে যার ধমীয় উৎসব নিধিদ্বায় পালন করবো । কেউ বাধা দিবেনা। যারা বাধা দেয় তারা আইন ভঙ্গ করে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহন করবো । এবারের চেয়ে আগামীবার আরো ভালোভাবে শারদীয় দুর্গাপূজা আয়োজন হবে। আমার কোন ভাবেই এই দুস্কৃতিকারি বা নাশকতাকারিতেকে এলাউ করবোনা। আমাদের সৌহাদ্য সম্প্রতি যাতে অটুট থাকে।
তিনি আরো বলেন, সবচেয়ে ভালো হতো এই ধরনের অনুষ্ঠানগুলো পূজা, মুসলামানদের ঈদের জামায়াত, খ্রষ্টানদের বড় দিন , বৌদ্ধদের উৎসব যদি আমারা আইনশৃংখলা বাহিনী নিরাপত্তা বেষ্টনীর মধ্যে না থেকে স্বতর্ফুত ভাবে আমার উদযাপন তরতে পারবো সেইদিন প্রকৃত আনন্দ। কিন্তু এখন আমাদের এই ভাবে করতে হবে।
এসয়য় তার সাথে ছিলেন, র‌্যাব-১১ সিও লে. কর্ণেল এইচ এম সাজ্জাত হোসেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনসহ নারায়ণগঞ্জ জেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সংবাদ প্রকাশঃ ০১-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন