মেলা ও আলোয় জমে উঠেছে ভূষণ স্কুল মাঠ দুর্গোৎসবে ভাসছে কালীগঞ্জ

সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি ============= শারদীয় দুর্গাপূজা মানেই আনন্দ, মিলন আর সার্বজনীন উৎসব। সেই আনন্দকে ঘিরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল মাঠ এখন রঙিন আলোকসজ্জা আর উৎসবের আবহে সরগরম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাজারো মানুষ প্রতিমা দর্শন করতে, ঢাকের তালে মাততে এবং মেলায় আনন্দে সময় কাটাতে ভিড় জমাচ্ছেন।
পূজার প্রতিটি দিনে ভক্তদের পদচারণায় মুখরিত থাকে মণ্ডপ এলাকা। কেউ দেবীর প্রতিমায় প্রণাম জানাচ্ছেন, কেউ আরতিতে অংশ নিচ্ছেন, আবার কেউ প্রসাদ গ্রহণ করে আনন্দ ভাগাভাগি করছেন। ঢাক-ঢোলের ছন্দে উলুধ্বনি ও শঙ্খধ্বনির মিশেলে তৈরি হয়েছে এক অপূর্ব উৎসবমুখর পরিবেশ।
ভূষণ স্কুল মাঠের মেলা যেন এক মিলনমেলা। শিশুদের জন্য নাগরদোলা, নৌকা ও নানা রকম রাইডস বসানো হয়েছে। পাশাপাশি খাবারের স্টলে ভিড় জমছে বড়-ছোট সবার। ফুচকা, চটপটি থেকে শুরু করে জিলাপি—সবাই খুঁজে নিচ্ছে নিজের পছন্দের স্বাদ।
দুর্গোৎসব মানেই শুধু প্রতিমা দর্শন নয়, সাথে থাকে নানা সাংস্কৃতিক আয়োজন। ধর্মীয় সংগীত, নৃত্য, আবৃত্তি, আরতি আর ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের প্রতিযোগিতায় প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় সংস্কৃতি।
পূজা কমিটির সভাপতি জগদীশ দেবাধিকারী বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। কালীগঞ্জে ১০১টি পূজা হলেও ভূষণ স্কুলপাড়ার আয়োজন সবসময় একটু ব্যতিক্রম হয়। আশপাশের মানুষ পূজা শেষ করে এখানে আসেন প্রতিমা দর্শন, আলোকসজ্জা উপভোগ এবং মেলায় আনন্দে সময় কাটাতে।”
দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি এখন এক সর্বজনীন আনন্দোৎসবে পরিণত হয়েছে। ভূষণ স্কুলপাড়ার এই আয়োজনে মিলছে সেই সার্বজনীনতারই উজ্জ্বল প্রতিচ্ছবি। সংবাদ প্রকাশঃ ৩০-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=