ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান =====
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় সুজন নামের এক যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এছাড়া এ হামলায় আরও ৬ জন আহত হয়েছে। নৃশংস এ সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে উপজেলার অলুয়া গ্রামের সর্বস্তরের নারীপুরুষ একটি মানববন্ধন করেন। গত ২২ সেপ্টেম্বর উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
মানববন্ধনে বক্তারা বলেন, এঘটনায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার করতে হবে। সন্ত্রাসীরা এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটাতে পারে তার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।

জানা যায়,কিছুদিন পূর্বে উপজেলার মনোহরপুর এলাকার কিছু উশৃংখল যুবক অলুয়া গ্রামে এসে মেয়েলি বিষয় নিয়ে কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে গত ২২ সেপ্টেম্বর অলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার কাছে, এনামুলের দোকানে সামনে মনোহরপুর গ্রামের কতিপয় কিশোর গ্যাং সন্ত্রাসী হামলা চালায়। তাদের হামলার আহত ৬ জনকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা নেন। গুরুতর আহত সুজন মিয়াকে (২২) উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে তার অবস্থা আরো অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় আই সি ও তে কোমায় রয়েছেন। ঘটনার দিন ব্রাহ্মণপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন অলুয়া গ্রামের অবসর পুলিশ মোহাম্মদ আলী, মিজানুর রহমান ভূঁইয়া, আবু জাহের, মোস্তফা আহমেদ মাস্টার, মহিউদ্দিন টিটু, নজরুল ইসলাম মাস্টার, রাসেল আহমেদ মাস্টার, জুনায়েদ মাস্টার, জাকির ভুইয়া, আলী হোসেন, শাহজাহান সরদার, ইউনুস মেম্বার, অলিউল্লাহ ভূঁইয়া, এরশাদ ভূঁইয়া, ফরিদ উদ্দিন ভূঁইয়া ও আছমা মেম্বার প্রমূখ। সংবাদ প্রকাশঃ ৩০-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন