সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, এক সময় আমাদের দেশের স্থানীয় সরকার কাঠামোর চারটি স্তর ছিল: জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম সরকার। এখন গ্রাম সরকারটি কার্যকর নেই, বিলুপ্ত হয়েছে। বর্তমানে তিনটি স্তর রয়েছে। জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ। পাশাপাশি সিটি কর্পোরেশন ও পৌরসভা। এ হলো স্থানীয় সরকার কাঠামো।
তিনি আরও বলেন, যদি আমরা আরও গভীরে যাই, জেলা ও উপজেলা পরিষদও মূলত উপজেলা পর্যায়েই কাজ করে। তার মানে কোন কোন কাজটি ইউনিয়ন পর্যায়ে হচ্ছে তারা এর সাবির্ক তদারকি করে। ইউনিয়ন পরিষদ আমাদের দেশের স্থানীয় সরকার কাঠামোর প্রাচীনতম স্তর। আমাদের সরকার ব্যবস্থাপনার দুইটি নাম। একটি সরকার, অপরটি স্থানীয় সরকার। পৃথিবীর সকল উন্নত দেশে কেন্দ্রীয় সরকার মূলত নীতি নির্ধারণের কাজ করে, স্থানীয় জনগণের সেবামূলক কাজগুলো ইউনিয়ন পরিষদ সম্পাদন করে। স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ে আয় করবে এবং সেই আয় জনগণের কল্যাণে ব্যয় করবে। কিন্তু আজ পর্যন্ত আমরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নিজের পায়ে দাঁড়ানোর মতো সক্ষম করে তুলতে পারিনি।
সোমবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইউনিয়ন পরিষদ প্রশাসক/চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান, সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটরদের জন্য আয়োজিত অবহিতকরণ, স্থানীয় সম্পদ আহরণ ও হিসাব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার আরও বলেন, এখনও আমাদের স্থানীয় সরকার রিলিফ নির্ভর। আগে রিলিফ আসতো, স্থানীয় সরকারে যারা ছিলাম আমরা তা বিতরণ করতাম। সেই কনসেপ্ট থেকে আমরা এখনও বের হয়ে আসতে পারিনি। টিআর, কাবিখা, এডিবি, জেলা পরিষদ বরাদ্ধ, এসব ছাড়াও স্থানীয় সরকারে যতো আয় হচ্ছে, সেই আয় ও ব্যয়ের হিসাব দেখলে বোঝা যাবে আমাদের কার্যক্রম কতটা স্থায়ী। স্থানীয় সরকার মানেই হলো নির্বাচিত জনপ্রতিনিধি জনগণের কাছ থেকে কর আদায় করবে। নাগরিকদের কাছ থেকে আদায়কৃত সে অর্থ তাদের কল্যাণেই ব্যয় করবে। কল্যাণ বলতে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, পরিবেশ, বিনোদনসহ অন্যান্য সামাজিক কার্যক্রম বোঝায়। স্থানীয় সরকারে অর্থ আদায়ের ব্যবস্থা ও আইন থাকলেও আমরা কতটুকু আদায় করতে পারছি, তা নিয়ে এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, কুমিল্লার উপ-পরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ। কোর্স সমন্বয়ক ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাফকাত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জুবায়ের আহমেদ। প্রশিক্ষণ কর্মশালায় চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি ইউনিয়নের প্রশাসক, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, পরিষদ সচিব, হিসাব সহকারী, কম্পিউটার অপারেটর সহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। সংবাদ প্রকাশঃ ৩০-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com