সিটিভি নিউজ।। মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী,সংবাদদাতা জানান === :
মৌলভীবাজার জেলার রাজনগরে শারদীয় দুর্গাপূজার মহোৎসবের মধ্যে এবার প্রথমবারের মতো কুমারী পূজার আয়োজন করা হয়েছে। আসন্ন ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার মহাঅষ্টমী তিথিতে রাজনগরের তারাপাশা এলাকার প্রাচীন ও পবিত্র শ্রী শ্রী বিষ্ণুপদ ধামে এ বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কুমারী পূজা দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অংশ। কন্যাদের মাধ্যমে দেবী দুর্গার শক্তি ও পবিত্রতার প্রতীকী উপাসনা করা হয়। শ্রী শ্রী বিষ্ণুপদ ধামের ইতিহাসে এই প্রথম কুমারী পূজার আয়োজন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে নতুন উৎসাহ ও আনন্দের সঞ্চার করেছে।
ধামের সেবায়তরা জানান, ২ থেকে ১০ বছর বয়সী কন্যাদের দেবীর প্রতীক হিসেবে পূজিত করা হবে। দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকবে সকালবেলার পূজা, পুষ্পাঞ্জলি, মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাজনগরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম ভক্তি ও সাধনার কেন্দ্র হিসেবে সুপরিচিত। এবারের কুমারী পূজা নারীর শক্তির প্রতীকী উদযাপনের পাশাপাশি সমাজে ঐক্য ও শান্তির বার্তা বয়ে আনবে বলে স্থানীয় নেতা ও ধর্মীয় ব্যক্তিবর্গ জানিয়েছেন।
এদিকে, দুর্গাপূজা ২০২৫-এর সামগ্রিক সময়সূচী অনুযায়ী, মহালয়া অনুষ্ঠিত হয়েছে ২১ সেপ্টেম্বর। ইতিমধ্যে মহাষষ্ঠী থেকে মহানবমী পর্যন্ত নানা ধর্মীয় আয়োজন চলমান রয়েছে। উৎসবকে ঘিরে স্থানীয় প্রশাসন নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করেছে।
প্রথমবারের মতো আয়োজিত এই কুমারী পূজা শ্রী শ্রী বিষ্ণুপদ ধামকে রাজনগরের ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। সংবাদ প্রকাশঃ ২৯-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com