সিটিভি নিউজ।। মানিক ঘোষ,নিজস্ব প্রতিনিধি =========
শারদীয় দুর্গোৎসব হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ভক্তি, আধ্যাত্মিকতা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর মিলনমেলায় পূর্ণ এই সময়। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, কিছু মণ্ডপে ডিজে গান কারণে উৎসবের শান্তিপূর্ণ পরিবেশে তৈরি করে উদ্বেগ ও আতঙ্ক।
দুর্গা পূজা কেবল আনন্দের নয়; এটি ভক্তি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। কিন্তু ডিজে গান ও মদপান ভক্তিমূলক পরিবেশকে কলুষিত করছে। বিশেষ করে শিশু, পরিবার ও বৃদ্ধরা এতে ভোগান্তিতে পড়ছেন।অসুস্থ রুগীরা ডিজে গানের শব্দ বেশী অসুস্থ হয়ে পড়ে।পূজার কয়েক দিন পরে শুরু হয় প্রাথমিক ও মাধ্যমিক পরীক্ষা,রাত দিন ডিজে গানচালালে শিক্ষার্থীরা পড়া লেখা করতে পারেনা,অন্য মনযোগী হয়ে পড়ে। দূর্গা পূজা কোনো নাচ-গান বা মদপানের উৎসব নয়। ডিজে গান ও মদপান কেবল আতঙ্ক তৈরি করে।
সরকারি ভূষণ হাইস্কুলের সহকারী শিক্ষক মিতালী বিশ্বাস বলেন, দুর্গা পূজা এখন সার্বজনীন উৎসব। সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে। তাই পূজাকে ডিজে গানের আতঙ্কের উৎস না বানিয়ে ভক্তি, আনন্দ ও সম্প্রীতির মাধ্যমে উদযাপন করা জরুরি।সকলে মিলে ঠাকুরের কাছে বসে মন খুলে প্রার্থনা করার ব্যবস্থা করি।।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কালীগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক বাবু উত্তম কুমার জানান, "ডিজে গান বন্ধ করে আমরা দুর্গা পূজাকে মা দুর্গার ভক্তি ও শ্রদ্ধার উৎসব হিসেবে উদযাপন করি। আসুন এবার থেকে সবাই মিলে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিই।"
উৎসব হোক আনন্দময়, ভক্তিমূলক এবং সম্প্রীতির প্রতীক। ডিজে গান দূরে রেখে আমরা পূজাকে সত্যিকারের ধর্মীয় আনন্দ হিসেবে পালন করি। সংবাদ প্রকাশঃ ২৯-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=