সিটিভি নিউজ।। মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ছালামীটিলা তাঁরা যুব সংঘের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী লন্ডন প্রবাসী জাকির রাজার সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি সম্পন্ন হয়।
এ উপলক্ষে ছালামিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাতারকাপন নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা, মোহাম্মদ ইসরাঈল আলহাজ্ব মোহাম্মদ আমীর উচ্চ বিদ্যালয়, অভচরন উচ্চ বিদ্যালয়, শ্যামেরকোনা দাখিল মাদ্রাসা, পাহাড় বর্ষিজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছালামিটিলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণসহ মোট ১২টি প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য দুবাই প্রবাসী রফিক মিয়া ও ওমান প্রবাসী সুজন আহমদ।
দিনব্যাপী এ কর্মসূচি সফল করতে সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মুফিদুল ইসলামসহ রেদওয়ান আহমদ, কাওছার আহমদ, রুসেল আহমদ, খালেদ আহমদ, হাফিজ নাইম আহমদ, আবুল আহমদ, হুমায়ুন আহমদ রাহি, হেলাল আহমদ, হাফিজ রমজান আলী, নজরুল ইসলাম, মো: নাহিদুর রহমান, জুনায়েদ আহমদ, মো: রেজাউল, তামিম আহমদ, আরিফ আহমদ, ফাহিম আহমদ প্রমুখ সক্রিয় ভূমিকা রাখেন।
স্থানীয়রা জানান, ছালামীটিলা তাঁরা যুব সংঘের এ উদ্যোগ পরিবেশ রক্ষায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সংবাদ প্রকাশঃ ২৮-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com