সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি ========== “ধর্ম যার যার, উৎসব সবার”— এ মন্ত্রে উজ্জীবিত হয়ে ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।
রবিবার সকালে কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গ্রামের প্রায় দেড়শত নারী-পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন তিনি। উৎসবের আগমুহূর্তে নতুন বস্ত্র পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।
এসময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলী, ঝিনাইদহ জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক পবীর বিশ্বাস, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শফিক ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিব হোসেন, আলিম, বাবুল আক্তার, মোজাম্মেল হক, আফজাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া কালীবাড়ি কমিটির থেকে উপস্থিত ছিলেন সৌমেন দাস, পংকজ কুমার সাহা, প্রভাত ব্যানার্জি, শিবুপদ বিশ্বাস,গৌতম ।
বস্ত্র বিতরণকালে হামিদুল ইসলাম হামিদ বলেন—বাংলাদেশে সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করে। ধর্মীয় উৎসব শুধু আনন্দ নয়, এটি সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারা আমার সবচেয়ে বড় পাওয়া।
এক বিধবা নারী চোখে জল এনে বলেন—
“আমার নতুন শাড়ি কেনার সামর্থ্য ছিল না, এবার পূজায় নতুন শাড়ি পরতে পারবো। এজন্য আমি কৃতজ্ঞ।”
এক দিনমজুর জানান—
“লুঙ্গি পেয়ে আমি খুব খুশি হয়েছি। উৎসবের দিন অন্তত নতুন কাপড় পরতে পারবো, এটাই অনেক আনন্দ।
স্থানীয়দের মতে, পূজা উপলক্ষে এমন উদ্যোগ এলাকাবাসীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে। একইসঙ্গে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে দাঁড়িয়ে যে আনন্দ ভাগাভাগি করছে, তা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর উদাহরণ। সংবাদ প্রকাশঃ ২৮-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com