কালীগঞ্জে মসজিদ কমিটি বিরোধে সংঘর্ষ

সিটিভি নিউজ।।   মানিক ঘোষ,নিজস্ব প্রতিনিধি ============
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কাদিপুর গ্রামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে রক্তাক্ত হয়েছে একই পরিবারের দুইজন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—আব্দুর রশিদ (৪৫) ও তার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম (৩৫)।
স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের কোপে আব্দুর রশিদ গুরুতর জখম হন এবং জাহাঙ্গীর আলমের বাম হাতের তর্জনী কেটে যায়। পাশাপাশি লাঠির আঘাতে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
সংঘর্ষের সময় আব্দুর রশিদের কাছে থাকা পাওনাদারের টাকা—নগদ ৭৫ হাজার—দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) আহতদের পরিবারের পক্ষ থেকে কুদ্দুস মন্ডল কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এজাহারে গোলাম রসুল, আসাদুল ইসলাম, সুমন, ইমন ও সালমা বেগমসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সংবাদ প্রকাশঃ ২৮-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=