‘কারোর কান কথায় কান দেবেন না’, আমার নমিনেশন কনফার্ম -মঞ্জুরুল আহসান মুন্সী

দেবীদ্বারে বিএনপির পথসভা ও পূজাসন্ডব পরিদর্শনঃ

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/ =================
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা- ৪ আসন (দেবীদ্বার ) নির্বাচনী এলাকায় বিএনপির শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি দলীয় নেতা-কর্মীরা উপজেলার ভানী ইউনিয়নের সাহারপাড় থেকে শুরু করে বিভিন্ন এলাকায় পথসভা শেষে উপজেলার রাজামেহার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আদর্শ কলেজ মাঠে এক জনসভার আয়োজন করা হয়।
উক্ত জনসভায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাজেদা আহসান মূন্সী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, উপজেলা বিএনপি নেতা আবুল কালান আজাদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে কুমিল্লা- ৪ আসন (দেবীদ্বার) থেকে আমাকেই মনোনয়ন দেওয়া হবে। “কারোর কান কথায় কান দেবেন না” আমার নমিনেশন কনফার্ম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে। তিনি নেতা কর্মীদের আরো বলেন, আপনারা আগামী সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করুন।
জনসভা শেষে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ আনন্দ উৎসব শারদীয়া দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন। নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিভিন্ন শ্লোগানে এলাকা মুখোরিত করে তুলেন।
ছবির ক্যাপশনঃ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী দেবীদ্বারের বিভিন্ন পথ সভায় বক্তব্য দিচ্ছেন। সংবাদ প্রকাশঃ ২৮-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন