সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি ================ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান টিএসসি অডিটোরিয়াম রঙিন হয়ে উঠেছিল শনিবার (২৭ সেপ্টেম্বর)। কালীগঞ্জ ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন – ঊষা আয়োজিত নবীনবরণ, প্রবীণ বিদায় ও পুনর্মিলনী অনুষ্ঠান যেন এক মিলনমেলায় রূপ নেয়। “ঊষার আলোয় আলোকিত হোক আগামীর কালীগঞ্জ” – এ স্লোগানকে সামনে রেখে নবীন শিক্ষার্থীদের প্রাণোচ্ছলতা আর প্রবীণদের আবেগঘন বিদায়ের মুহূর্ত একসাথে মিশে যায়।
সকালে টিএসসি থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালি পুরো ক্যাম্পাস ঘুরে আবার টিএসসিতে ফিরে আসে। এরপর শুরু হয় আলোচনা সভা। সভাপতি মেজবাউর রহমান এর সভাপতিত্বে আয়োজনে যোগ দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ প্রধান অতিথি হিসেবে। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ইয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, চিফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঊষার উপদেষ্টা ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম ফিরোজ। তিনি বলেন,
“ঊষা কেবল একটি সংগঠন নয়, এটি কালীগঞ্জের ছাত্র-ছাত্রীদের স্বপ্নবাহক। আজ বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। আমাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের গাড়ি যেন কালীগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করা হয়।”
তার বক্তব্যে সাড়া দিয়ে ভাইস-চ্যান্সেলর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ আশ্বাস দেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঊষার স্থায়ী উপদেষ্টা অমলেন্দু পাল সাধন, উপদেষ্টা মোস্তফা মোর্শেদ তোতা, উপদেষ্টা ও সাংবাদিক ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক আশিকুর রহমানসহ অসংখ্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী।
দিনব্যাপী আয়োজনে ছিল হাসি, কান্না আর স্মৃতিচারণার ঢেউ। নবীনরা পেয়েছে প্রেরণা, প্রবীণরা স্মৃতিতে খুঁজে নিয়েছেন নিজের শুরুর দিনগুলো। আর পুনর্মিলনীতে মিশে গেছে পুরনো বন্ধুদের গল্প, আবেগ আর ভবিষ্যতের প্রত্যাশা।
পুরো আয়োজন শেষে এক কথায় বলা যায়—
“ঊষার এই মিলনমেলা শুধু উৎসব নয়, এটি কালীগঞ্জের শিক্ষার্থীদের শক্তি, ঐক্য আর স্বপ্নের নতুন ঠিকানা।”
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com