নওগাঁ-৩ আসনে বিএনপির তিন প্রার্থীর দৌঁড়ঝাপ

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ==== নওগাঁ-৩ আসনে বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নওগাঁ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৪৮নং আসন। এ আসনে বিএনপি ৪ বার, আওয়ামী লীগ ৪ বার, স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থী ১ বার করে নির্বাচিত হোন। তবে এরমধ্যে ২০১৪ তে বিনা ভোটের মাধ্যমে, ২০১৮ সালে রাতের ভোটের মাধ্যমে এবং সর্বশেষ ২০২৪ সালে ডামির নির্বাচনে আওয়ামী লীগ/ আওয়ামী লীগ সমর্থিত ডামি প্রার্থী অবৈধভাবে জয়লাভ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে, এমনটাই ধরে নিয়ে জোরেশোরে দৌঁড়ঝাপ শুরু করেছেন বিএনপির একই দল থেকে তিনজন প্রার্থী। একজন উপজেলা বিএনপির সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রবিউল আলম বুলেট। অপরজন বদলগাছী উপজেলা বিএনপির কয়েকবারের সভাপতি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দীন হলের বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিটিভির আজীবন সম্মাননা প্রাপ্ত বিতর্কিক এবং কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। তৃতীয় জন হলেন সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর বড় ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। এই তিন প্রার্থীর নেতাকর্মীদের পথচারনায় মহাদেবপুর-বদলগাছির ভোটের মাঠ সরগম হয়ে উঠেছে। বিএনপির সমর্থিত ভোটাররা বলছেন,যে ধানের শীষের প্রতীক নিয়ে আসবে তার পক্ষে আমরা থাকবো এবং ভোট দিবো। সংবাদ প্রকাশঃ ২৫-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন