দেবীদ্বার পুকুরে দুষ্কৃতিকারীদের বিষ প্রয়োগে মাছ নিধন; থানায় অভিযোগ

সিটিভি নিউজ24।। এবিএম আতিকুর রহমান বাশার, সংবাদদাতা জানান।।।।।
দেবীদ্বারে মাছ চাষের পুকুরে দুষ্কৃতকারীদের বিষ প্রয়োগে ৪ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে দেবীদ্বার থানায় অভিযোগপত্র দাখিল করেছে ভোক্তোভোগি মোঃ মোছলেম উদ্দিন সরকার।

ঘটনাটি ঘটে বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর অনুমান ৬-৮ টার মধ্যে। উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর মোসলেম মেম্বারের বাড়ির পুকুরে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদীগন এবং ভোক্তোভোগি মাছ চাষী তারা একই বাড়ির বাসিন্দা। মোসলেম উদ্দিন ২০১৯ সাল থেকে বিবাদীগনসহ বাড়ির লোকজনদের কাছ থেকে এক একরের পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছে। এরই মধ্যে বিবাদিরা পূর্বে কারেন্ট জাল দিয়ে মাছ ধরে নেওয়ার অভিযোগে এবছরের গত ২০ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে সি আর মামলা দায়ের করেন ভোক্তোভোগি মোছলে উদ্দিন সরকার। পুনরায় আজ বুধবার ভোরে পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৪ লক্ষ টাকার মাছ নিধন করে দুষ্কৃতকারীরা।

ভোক্তোভোগি কৃষক মোসলে উদ্দিন সরকার বলেন, আজ সকালে আমি যখন পুকুরে বিষ প্রয়োগের খবর পেয়ে গিয়ে দেখি মাছ মরে ভেষে আছে। অনেকে মাছ তুলে নিচ্ছে। এসময় অভিযুক্ত বিল্লাল হোসেন এবং মামুনকে ঘটনার বিষয়ে জিগ্যেস করলে তারা আমাকে মারতে আসে। এসময় তারা সহ অন্যান্য অভিযুক্তরা আমার ক্ষতি করবে বলে হুমকি দিয়েছে।

এবিষয়ে দেবীদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মঈন উদ্দিন বলেন, অভিযোগের বিষয়টি আমার জানা নেই, কেউ তদন্তে গিয়েছে কিনা। তবে আমি বিষয়টি খুঁজ নিয়ে দেখবো।

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন