ব্রাহ্মণপাড়ায় মাদক বিস্তার প্রতিরোধে ভ্রাম্যমান আদালতে জরিমানা

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান===
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক বিস্তার প্রতিরোধে উপজেলার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) উপজেলার শশীদল ও ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকায় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এজরিমানা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের রেলস্টেশন, স্টেশনসংলগ্ন আশপাশসহ বিভিন্ন পয়েন্টে মাদক প্রতিরোধে তদারকি করা হয়। এসময় বিভিন্ন স্থান থেকে মাদক গ্রহণ করতে আসা কয়েকজন মোটরসাইকেল আরোহীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এ সময়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়া ব্রাহ্মণপাড়া বাজারে অতিরিক্ত ইট বোঝাই করে জনগণের চলাচলে হুমকি সৃষ্টি করায় ট্রাক্টর চালককে জরিমানা করা হয়।

অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। সংবাদ প্রকাশঃ ২৫-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন