সিটিভি নিউজ।। মানিক ঘোষ,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি============
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তারণ্যের উৎসব যেন শিক্ষার্থীদের প্রাণের উৎসবে পরিণত হয়েছে। সেই উৎসবকে ঘিরেই বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইদহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় রঙিন হয়ে উঠেছে ফুটবল উন্মাদনায়।
সকাল ১০টার আগেই বিদ্যালয়ের মাঠে ভিড় জমাতে শুরু করে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় দর্শকরা।
শিক্ষার্থীদের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে খেলায় উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শাহিন আলম সহ শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা।
ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে মাঠে নামে। কারও মুখে নার্ভাস হাসি, কেউ আবার চোখে আগুনের শপথÑ“আজকের ম্যাচ আমাদেরই জিততে হবে।” খেলোয়াড়দের দৌড়, পায়ের ছন্দে বল নিয়ন্ত্রণ আর গোলের মুহূর্তগুলোতে যেন তৈরি হচ্ছিল ছোট্ট বিশ্বকাপের আবহ।
শিক্ষার্থীদের খেলা দেখতে মাঠের চারপাশে দাঁড়িয়েছিল শত শত দর্শক। প্রতিটি গোলের পর গ্যালারিতে ছড়িয়ে পড়ছিল হাততালি আর উল্লাস। ছাত্রদের চিৎকার-সমর্থন খেলয়ারদের খেলায় বাড়তি প্রাণ যোগ করছিল। অনেকে হাতে তালি দিয়ে প্রিয় দলকে উজ্জীবিত করছিল।
খেলা দেখতে আসা এক অভিভাবক ইদ্রিস আলী বললেন, “আমাদের সময়ে স্কুলে এভাবে উৎসবের আয়োজন হতো না। এখন ছেলেমেয়েদের দেখে সত্যিই গর্ব হয়। এরা শুধু পড়াশোনা নয়, খেলাধুলাতেও এগিয়ে যাবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, “আজকের এই আয়োজন শুধু খেলা নয়, শিক্ষার্থীদের দলবদ্ধতা, শৃঙ্খলা আর আত্মবিশ্বাস গড়ে তোলার এক চমৎকার সুযোগ।
খেলার ফাঁকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী স্বপ্নীল দাস উচ্ছ্বসিত কণ্ঠে জানাল, “আমরা হারলে কষ্ট পাই ঠিকই, কিন্তু সবাই মিলে খেলতে পারাটাই সবচেয়ে আনন্দের।” দশম শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান সাজিদ যোগ করল, “এই টুর্নামেন্টই আমাদের জন্য বড় প্রেরণা। স্কুলে পড়াশোনার চাপের মাঝে এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।”
কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)শাহিন আলম জানান তারণ্যের উৎসব উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা শুধু বিনোদনের আয়োজন নয়, বরং নতুন প্রজন্মকে সুস্থ দেহ ও সুস্থ মনের চেতনায় বড় করে তোলার অন্যতম উদ্যোগ। কালীগঞ্জে এই আয়োজন প্রমাণ করেছেÑখেলার মাঠই তরুণ প্রজন্মকে একত্রিত করার সবচেয়ে সুন্দর প্ল্যাটফর্ম। সংবাদ প্রকাশঃ ২৫-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=