সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি=============
ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে দু’জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আরও দু’জনের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকালে পৌরসভা এলাকার শিবনগর ভাটা থেকে নাটাবাড়ীয়া গ্রামের বজলুর রহমানের ছেলে আরমান (২২) মাদক সেবনকালীন অবস্থায় আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দেন। একই দিন ফয়লা গ্রামের মনির উদ্দীনের ছেলে মন্তাজ উদ্দীন চুন্নু (৫৫) কে মাদক সেবনের দায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।সাথে উভয়কে ১০০ টাকা করে জরিমানা করেছে।
এ ছাড়া উপজেলার কুল্লগাছী গ্রামের মহাসিনের ছেলে জহুরুল ইসলামের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং বাজেদীহি গ্রামের ছবেদ আলীর ছেলে সুহানুর রহমানের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলম। অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
প্রশাসন জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রকাশঃ ২৫-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com