সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।।সংবাদদাতা জানান ====
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষ দিয়ে পুকুরে মাছ মারার অভিযোগ উঠেছে। এতে লিজকৃত ২ টি পুকুরে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় পুকুর মালিকের। গত এক সপ্তাহ পূর্বে উপজেলার মাধবপুর পশ্চিম পাড়া এলাকায় এঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত মাছ চাষী একই এলাকার আবদুল গফুরের ছেলে শানু মিয়া জানান, আমার লিজকৃত ২ টি পুকুরের পাশে একই এলাকার প্রবাসী সিটন মিয়া একটা পাকা ভবন নির্মাণ করেন। উক্ত ভবনটিতে তাদের নিকট আত্মীয় শাহ আলমের ছেলে জসিম উদ্দিন ও তার ভাই ওয়াসিম একটি হাফিজিয়া মাদ্রাসা চালু করেন। ঐ মাদ্রাসার সকল প্রকার বজ্র ও বাথরুমের ময়লা পানির লাইন আমার দুই পুকুরে সংযোগ দেয়। এ নিয়ে আমি এলাকার সাহেব সরদার স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে বিষয়টি অবগত করি। এরপর তারা আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা করে। এ নিয়ে তাদের সাথে আমার দীর্ঘদিন শত্রুতা চলে আসছিল। সে শত্রুতার জের ধরে গত এক সপ্তাহ পূর্বে আমার ২টি লিজকৃত পুকুরে রাতের আঁধারে কে বা কাহারা কীটনাশক (বিষ) প্রয়োগ করে। এতে আমার পুকুর গুলোতে ছোট বড় প্রায় ৫ লক্ষ টাকার বেশি মূল্যের মাছ মরে ভেসে উঠে।
এ ব্যাপারে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, লিজকৃত পুকুরের মালিক শানু মিয়া বিষয়টি আমাকে জানান। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন মৎস্য চাষী তার সমস্ত কিছু দিয়ে পুকুরের মাছ চাষ করে কিন্তু শত্রুতা বসত বিষ প্রয়োগ করাটা ঠিক না। সংবাদ প্রকাশঃ ২৪-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com