সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।।সংবাদদাতা জানান====
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মোঃ রবিন হোসেন (২৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে শশীদল বিওপি। গতকাল ২২ সেপ্টেম্বর রাতে উপজেলার সীমান্তবর্তী নারায়নপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ রবিন হোসেন কে ব্রাহ্মণপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।
জানা যায়, শশীদল বিওপি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশের প্রবেশ করেছে। খবর পেয়ে শশীদল বিওপি'র জেসিও নায়েব সুবেদার আবু বক্কর সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউপিস্থ নারায়নপুর এলাকায় অভিযান চালায়। এ সময় নারায়নপুর এলাকার মেইন পিলার ২০৫৮/৬ এস এরকাছে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাজারের সামনে রাস্তার উপর হইতে ভারতীয় নাগরিক মোঃ রবিন হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রবিন হোসেন ভারতের বক্সনগর এলাকার গৌরাঙ্গলা (আশাবাড়ি) গ্রামের মোঃ আব্দুল সালামের ছেলে।
এ ব্যাপারে গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক রবিন হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়ে।
গ্রেফতারকৃত রবিন হোসেনকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনা সত্যতা নিশ্চিত করেন। সংবাদ প্রকাশঃ ২৪-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com