সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা সংবাদদাতা জানান ============
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ১৬টি ইউনিয়নের কমিটির পক্ষ থেকে উপজেলা বিএনপির নব-গঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া।
আব্দুল গফুর ভূঁইয়া বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসছেন। এক সময় আপনাদেরকে কাগজের পদ দেওয়ার জন্য এক লক্ষ টাকা চাওয়া হয়েছে। কিন্তু আপনারা পদ প্রত্যাখান করেছেন। আজকে আমরা মুক্ত পরিবেশে স্বাধীনভাবে কথা বলবো। আপনারা আজকে নিজেদের নেতা নিজেরা নির্বাচিত করেছেন। আপনারা আমার জন্য যা করেছেন আমার শরীরের রক্ত মাংস দিয়েও তা শোধ করতে পারবো না। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত নাঙ্গলকোটে উন্নয়নে আমি ব্যাপক কাজ করেছি। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আগামীতেও নাঙ্গলকোটের সার্বিক উন্নয়নে কাজ কওে যাব। আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অতীত ভূলে যেতে হবে। মোবাশ্বের ও নজির আহম্মেদ ভূঁইয়ার সাথে যারা ছিল তাদের মধ্যে যারা ভালো এবং যাদের মধ্যে কোন চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নেই তাদেরকে আমাদেও কাতারে নিয়ে আসবেন। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নজির আহম্মেদ ভূঁইয়া যদি জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমনের আদেশ-নির্দেশ মানতেন। তাহলে আজকে তিনি সভাপতি থাকতেন। অথচ তিনি তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। তিনি জাকারিয়া তাহের সুমন এবং আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, নব-গঠিত উপজেলা বিএনপির সভাপতি আলী আক্কাছ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মো. কলিমুল্লাহ চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক একেএম সায়েম মজুমদার শিপু, মিজানুর রহমান মজুমদার। তাছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য গোলাম রসুল চেয়ারম্যান, এনাম ভূঁইয়া, কেন্দ্রীয় ছাত্রদল সাবেক সহ-সভাপতি শোয়ায়েব খন্দকার, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন মুকুল, হেসাখাল ইউনিয়ন বিএনপি সভাপতি মফিজুর রহমান ডিলার, মৌকরা ইউনিয়ন বিএনপি সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শাহ আলম, পেড়িয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বশর, রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া মিনু, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী শাহআলম, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আবদুল মন্নান প্রমুখ।
আব্দুল গফুর ভূঁইয়া আরো বলেন, জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমনের দৃঢ়তার কারণে আজকে সুষ্ঠ ও গণতান্ত্রিকভাবে কমিটি গঠন হয়েছে। ওনার নিকট কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। ২০১৪ সালে নজির আহম্মেদ ভূঁইয়ার উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী র্যাব আমাকে উঠিয়ে নিয়ে যায়। কিন্তু গফুর ভূঁইয়ার মৃত্যু হয় নাই। আল্লাহ মুরব্বীদের দোয়ায় আমাকে বাঁচিয়ে রেখেছে। মৃত্যুর কাছ থেকে কিভাবে বেঁচে ফিরতে হয়। সেটা আমি দেখেছি। নজির আহমেদ ভূঁইয়া দু‘বার উপজেলা নির্বাচনে নিজের কেন্দ্রে ভোট দিতে পারেন নাই। অহংকার-অহমিকা আল্লাহ পছন্দ করেন না। আমরা কর্মী হিসেবে কাজ করবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আপনি নেতা। কিন্তু আপনার পিছনে কোন লোক নেই। তাহলে আপনি কিসের নেতা। আপনারা লোভ-লালসা ত্যাগ করেছেন। সেবার উদ্দেশ্যে রাজনীতি করবেন। তাহলে সম্মান থাকবে। তিনি সকলের নিকট অনুরোধ কওে আরো বলেন, মানুষের মনে কষ্ট দিয়ে কোন কিছু করবেন না। সংবাদ প্রকাশঃ ২৪-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com