সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার/সংবাদদাতা জানান ======
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা নাশকতা মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা এমএ আউয়াল খাঁনের নিঃশর্ত মুক্তির দাবিতে দেবীদ্বার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠ থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেটের স্বাধীনতা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসীম উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা মজিবুর রহমান সিকদার, খালেকুজ্জামান পাঠান (মঞ্জু), সাইফুল আলম, জসীম উদ্দিন চেয়ারম্যান, জেলা যুবদল নেতা আরিফুল ইসলাম, পৌর বিএনপি নেতা কামাল সরকার, পৌর সেচ্ছাসেবক দল নেতা আব্দুল মান্নান সরকার, উপজেলা যুবদল নেতা ইমতিয়াজ আহমেদ সাজু, সাইফুল ইসলাম মুছা, শামিম সরকার, জীবন মুহুরী, আবুল কালাম আজাদ, আবু হানিফ, আনোয়ার হোসেন সাইফুল ইসলাম মূন্সী, ছাত্রদল নেতা জাহিদ, সেচ্ছা সেবক দল নেতা রেজাউল করিম, আব্দুর রাজ্জাক, সফিকুল ইসলাম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক জি.এস, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ আউয়াল খাঁনকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য ৭২টি মামলায় জড়ানো হয়েছিল। এর মধ্যে ৩ মামলায় তাকে ৭ বছরের কারাদন্ড দেয়া হয়। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সভাপতি জসীম উদ্দিন বলেন, "আমাদের নেতা এমএ আউয়াল খাঁন আদালতের প্রতি সম্মান দেখিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন। তবুও তাকে কারাগারে পাঠানো হয়েছে। এটি অন্যায় এবং মিথ্যা মামলার ফলাফল।"
গত ২১ সেপ্টেম্বর এমএ আউয়াল খাঁনসহ ৮ আসামি জামিনের জন্য আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) দুটি আদালতের বিচারক মেহেদী হাসান ও মিনহাজুর রহমান তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বনানীতে সড়ক অবরোধের ঘটনায় বনানী থানায় দ্রæত বিচার আইনে মামলা হয়। তদন্ত শেষে পুলিশ একই বছরের ১৯ ডিসেম্বর এমএ আউয়াল খাঁনসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় এবং ২০১৩ সালের ২২ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করে। রাষ্ট্রপক্ষ থেকে ছয়জন সাক্ষী হাজির করা হয়।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার উনঝুটি গ্রামের ইসমাইল খাঁনের ছেলে এমএ আউয়াল খাঁন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় রাজনীতির সক্রিয় নেতা। তিনি কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবেও কাজ করে আসছিলেন।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে বিএনপি নেতা এমএ আউয়াল খাঁনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে বিএনপি নেতা এমএ আউয়াল খাঁনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের ছবি। সংবাদ প্রকাশঃ ২৪-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com