কুমিল্লার তিতাস উপজেলায় সেতুর কাজ ফেলে ঠিকাদারের পলায়ন। জনদূর্ভোগ বেড়েছে

সিটিভি নিউজ।। কুমিল্লার তিতাস উপজেলাধীন দড়িকান্দি-মজিদপুর ইউপি অফিস (শাহপুর) সড়কে অসমাপ্ত নির্মানাধীন সেতুর কাজ সম্পন্ন করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে ভূক্তভুগি এলাকাবাসী। আজ ২৪ সেপ্টেম্বর সকালে ঐ এলাকার শতশতবাসী কুমিল্লা এলজিইডি অফিস প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি পেশ করেছে। মানববন্ধন চলাকালে আন্দোলনকারী জনগণের পক্ষে নায়েক সুবেদার (অবঃ) মোঃ ফারুক কামাল জানান, GCP-3 প্রকল্পের আওতায় তিতাস উপজেলাধীন দড়িকান্দি-মজিদপুর ইউপি অফিস (শাহপুর) সড়কে ৫০০ মিটার চেইনেজে ৫০,০০ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ (প্যাকেজ নং-GCP-3/C-BW-37) সেতুর কাজ তিন ভাগের এক ভাগ ঢালাইয়ের কাজ সম্পন্ন করে দুই ভাগ বাকি রেখে ঠিকাদার চলে যাওয়ায় পুনরায় সেতুটি অবশিষ্ট কাজ সমাপ্ত করা দরকার।
কুমিল্লা জেলার তিতাস উপজেলাধীন জিয়ারকান্দি ইউনিয়নের অন্তর্গত দড়িকান্দি গ্রামের (মজিদপুর ইউপি) শাহপুর সড়কে নির্মাণাধীন পাকা সেতুটির নির্মাণ কাজ শেষ করার যে নির্ধারিত সময়সীমা দেওয়া হয়েছিল তাহা ৩০ জুন ২০২৫ শেষ হয়ে যায়। বর্তমানে সেতুটির স্থান ঢালাই এর ৩ ভাগের ১ ভাগ কাজ সম্পন্ন করে ঠিকাদার সময় শেষ হয়ে যাওয়ায় ছাদ ঢালাই এর তিন ভাগের দুই ভাগ কাজ অসমাপ্ত রেখেই চলে যায়। যার ফলে গ্রামের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাদ্রাসা, একটি কেজি স্কুল ও একটি গ্রামা বাজারের লোকজন সহ অসুস্থ্য জন সাধারণের চলাচলের খুবই অসুবিধা হচ্ছে। প্রকাশ থাকে যে দড়িকান্দি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পড়িকান্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানীয় ও জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। দড়িকান্দি গ্রামটি একটি জনবহুল গ্রাম, এ সেতু দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার জন সাধারণ যাতায়াত করে। পূর্বের সেতুটি ভেঙ্গে ফেলার কারনে লোকজন ঝুঁকি নিয়ে পুরাতন কাঠের ব্রীজ দিয়ে যাতায়াত করার কারনে যে কোন সময় দুর্ঘটনা শিকার হতে পারে। পরবর্তীতে পুরাতন কাঠের ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় গ্রামবাসী নিজস্ব অর্থায়নে মেরামত করে ঝুঁকিপূর্ণভাবে কাঠের সেতুটি দিয়ে চলাচল করিতেছে। উল্লেখ্য যে সেতুর ছাদ ঢালাই করার জন্য সেন্টারিং ও জয় বিছানোর কাজ সমাপ্ত হয়েছে এবং সেন্টারিং এর রড গুলো রোদ বৃষ্টিতে মরিচা ধরে নষ্ট হচ্ছে বর্তমানে সেতুটির অবশিষ্ট কাজ সমাপ্ত করার জন্য আবেদন করছি।
এসময় আরো বক্তব্য রাখেন শাহ আলী, হাসিনা আক্তার,মোঃ দেলোয়ার খানসহ আরো অনেকে। পরে তারা কুমিল্লা জেলাপ প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেন। সংবাদ প্রকাশঃ ২৪-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন