কালীগঞ্জে বাসা ভাড়া দেখানোর ফাঁদে সংখ্যালঘু নারী ধর্ষণের শিকার, অভিযুক্ত ব্যবসায়ী পলাতক

সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বাসা ভাড়া খোঁজার সুযোগে এক সংখ্যালঘু নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম রুমি (পিতা: মোর্শেদুর রহমান, গ্রাম খয়েরতলা) ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে।
ভুক্তভোগী ঘোষ সম্প্রদায়ের ওই নারী কয়েকদিন আগে নতুন ভাড়া বাসা খুঁজতে শহরের কলেজ রোডের কলাহাটা মোড়ে যান। সেখানে মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রুমির সঙ্গে তার পরিচয় হয়। রুমি জানান, তার এক বন্ধুর বাসা ভাড়া দেওয়া হবে এবং বিষয়টি দেখার জন্য নারীর মোবাইল নম্বর রেখে দেন।
গত রবিবার সকালে রুমি ফোন করে তাকে বাসা দেখানোর কথা বলে দোকানে আসতে বলেন। দোকানে গেলে পাশের কক্ষে বসতে দিয়ে কিছু সময় পর রুমি ঢুকে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। চিৎকার দিলে খুন করে গুম করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী।
পরিবারকে জানানোর পর ওই নারী রাতেই থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার সকালে পুলিশ তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।
ভুক্তভোগী নারী জানান, ঘটনার পরদিন রুমি মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে মামলা প্রত্যাহার করে টাকা নিয়ে মীমাংসা করতে বলে। রাজি না হলে বিয়ে করার প্রস্তাব এবং সর্বশেষ প্রাণনাশের হুমকি দেয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন—
“ধর্ষণের ঘটনায় প্রাথমিক কিছু প্রমাণ মিলেছে। অভিযোগ নেওয়ার পর ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে অভিযুক্ত রুমি ঘটনার পর থেকেই আত্মগোপনে থাকায় তাকে এখনও আটক করা যায়নি।”
এ ঘটনায় এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সংবাদ প্রকাশঃ ২৪-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=