ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে যান” – কালীগঞ্জে হাটসভায় গর্জে উঠলেন সাইফুল ইসলাম ফিরোজ

সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৈতা বাজার সোমবার বিকেলে পরিণত হয়েছিল জনসমুদ্রে। স্থানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হাটসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

সভায় উত্তাল জনতার উদ্দেশ্যে তিনি বলেন,

“আগামী জাতীয় নির্বাচন ঘরের দুয়ারে। এখনই মাঠে নামুন, মানুষের কাছে যান, ভোট চাইুন। কারণ এ লড়াই ক্ষমতার জন্য নয় – এ লড়াই গণতন্ত্র বাঁচানোর জন্য!”

যারা ১৭ বছর ধরে গণতন্ত্র হত্যা করেছে, বিরোধী মতের মানুষদের ওপর হামলা-মামলা দিয়েছে, ছাত্রদের বুকে গুলি চালিয়ে মায়ের বুক খালি করেছে – তাদের আবার প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। বাংলার মানুষ এবার ভোটের বাক্সেই জবাব দেবে।”

তিনি নেতা-কর্মীদের উদ্দেশে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন,

“দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন সবার প্রথম কাজ।”

সভা শেষে তিনি বাজারে উপস্থিত জনসাধারণের হাতে নিজে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং জনতার সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, আহেদ আলী লস্কর, ঢাকা দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রেন্টু লস্করসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন