aaa
ঢাকাSunday , 21 September 2025
সর্বশেষ সবখবর

দেবীদ্বার পিতার হত্যাকান্ডে দুই পুত্র নয়, স্ত্রী-ভাই ও শ্যালকের দায় স্বীকার নিখোঁজ নাটক সাজিয়ে স্বামীকে হত্যা, আদালতে জবানবন্দী

CTV News 24
September 21, 2025 10:45 pm
Link Copied!

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/================
কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজ নাটক সাজিয়ে গৃহকর্তা করিম ভূঁইয়া (৪৫)-কে হত্যা করার দায় আদালতে স্বীকার করেছেন তার স্ত্রী মোসাঃ তাসলিমা বেগম (৪০), শ্যালক মোজাম্মেল হক (৫০), মো. ইসরাফিল (৩৮) এবং মোজাম্মেলের শ্যালক গোলাম হাক্কানী (৩২)। তবে নিহতের দুই পুত্র তানজিদ ভূঁইয়া (১৯) ও তৌহিদ ভূঁইয়া (২১) এ ঘটনায় কোনো সংশ্লিষ্টতা নেই বলে প্রমাণিত হয়েছে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
১৬৪ ধারার জবানবন্দীতে তাসলিমা বেগম জানান, তার স্বামী করিম ভূঁইয়া প্রায়ই মাদকাসক্ত হয়ে স্ত্রী-সন্তানদের শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বিষয়টি ভাইদের জানালে তারা ১৩ আগস্ট করিম ভূঁইয়াকে ডেকে নেন। একপর্যায়ে বাড়ির টিউবওয়েলের পাশে কথা কাটাকাটির সময় মোজাম্মেল হক লাঠি দিয়ে করিম ভূঁইয়ার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে প্রথমে লাশ খালে ফেলে দেওয়া হয়। পরদিন হাত-পা বেঁধে মোজাম্মেলের বাড়ির সেফটি ট্যাঙ্কিতে লুকিয়ে রাখা হয়। দীর্ঘ ৩৫ দিন পর ১৭ সেপ্টেম্বর হাত-পা বাঁধা গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত মোজাম্মেল, ইসরাফিল ও হাক্কানীকে আদালত এক দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে তারা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান আসামি তাসলিমা বেগম জবানবন্দী দিয়ে হত্যার বিস্তারিত বর্ণনা দেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই আমির হোসেন ভূঁইয়া বাদী হয়ে স্ত্রী তাসলিমা, ভাই মোজাম্মেল, ইসরাফিল, শ্যালক হাক্কানীসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং-১৩, তারিখ: ১৯/০৯/২০২৫)।
নিহত করিম ভূঁইয়া উপজেলার বড়শালঘর গ্রামের আবুল কাশেম ভূঁইয়া ও রোকেয়া বেগমের পুত্র। তিনি গত ১৩ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার ভাই থানায় নিখোঁজ ডায়েরি করেন (নং-৮৩৪, তারিখ: ১৬/০৮/২০২৫)।

ছবির ক্যাপশন: দেবীদ্বারে স্ত্রী-শ্যালক কর্তৃক হত্যা হওয়া করিম ভূঁইয়া (৪৫)-এর ঘটনায় গ্রেফতার মোজাম্মেল ও ইসরাফিল ও নিহত করিম ভূঁইয়া(৪৫)’র ফাইল ছবি। সংবাদ প্রকাশঃ ২১-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

"এই সাইটে কোন নিউজ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"