কুমিল্লা-৬ সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেবেন মনিরুল হক সাক্কু

সিটিভি নিউজ।। কুমিল্লা-৬ সংসদীয় আসনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ মনিরুল হক সাক্কু। তিনি আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। জনাব মনিরুল হক সাক্কু মতবিনিময় সভায় বলেন, দীঘদিন এই সংসদীয় আসনের জনগণের সুখে দূঃখে তাদের পাশে ছিলেন, মানুষের কল্যাণে রাজনীতি করেছেন,আগামী দিনে তিনি বিএনপি থেকে মনোনয়ন চাইবেন দল যদি মনেনয়ন দেয় তা হলে ভালো, তাকে মনোনয়ন না দিলে সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে তিনি সমর্থন করবেন। এবং তার জন্য নেতাকর্ম ীদের নিয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কোন ষড়যন্ত্রই তাকে রুখতে পারবেনা। তিনি আজ ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীরপাড়স্থ তার বাস ভবনের আঙ্গীনায় এক বিশাল কর্মী সমাবেশে এসব কথা বলেন। মোঃ হানিফ মিয়ার সভাপতিত্বে এক কর্মী সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন হাজী আবদুস সালাম মাসুক, সাবেক যুবদল সভাপতি মোঃ আবুল হোসেন,শহর বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ হুমায়ূন কবীর,সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, মোঃ জাফর ইকবাল ,মোঃ মিজানুর রহমান আজাদ,মোঃ আবুল বাশার,আবদুল কুদ্দুস,মোঃ নাসির উদ্দিন,এডভোকেট মাহাবুবুর রহমান,আমিনুল ইসলাম,কবীর হোসেন কবীর,সহ আরো অনেকে। সংবাদ প্রকাশঃ ২১-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন