কুমিল্লায় মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহর বাড়িতে চুরির চেষ্টা

সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি ===============
কুমিল্লা নগরীর ইসলামপুর রোডে মানবাধিকার কর্মী ও সাংবাদিক মওদুদ আবদুল্লাহর বাড়িতে অজ্ঞাতনামা চোরের চুরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মওদুদ আবদুল্লাহ কুমিল্লা সিটি কর্পোরেশনের কর নির্ধারণ শাখায় এমআর পদে চাকরি করেন। একইসঙ্গে তিনি একজন মানবাধিকার কর্মী, ক্ষুদ্র উদ্যোক্তা, “মেসার্স মওদুদ ভ্যারাইটিজ কনস্ট্রাকশন ফার্ম প্রাইভেট” এর সত্তাধিকারী, ‘মাসিক মানবাধিকার খবর (জাতীয়)’ পত্রিকার ব্যুরো চীফ এবং ‘দৈনিক বাংলা নিউজ’ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগে বলা হয়, ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে কুমিল্লা নগরীর ৪নং ওয়ার্ড ইসলামপুর রোডের ‘আলো ছায়া’ বাড়ির ছাদের দরজায় অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাইরে থেকে তালা মেরে যায়। সেখানে তার স্টোররুমে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত নথিপত্র, জরুরি কাগজপত্র ও বিভিন্ন মালামাল রাখা ছিল।
সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দেখতে পান, ছাদের দরজায় তালা মেরে দেওয়া হয়েছে। এ ঘটনায় তারা ধারণা করেন যে, অজ্ঞাতনামা চোর বা চোরেরা অসৎ উদ্দেশ্যে স্টোররুমে প্রবেশের চেষ্টা করেছিল।
মওদুদ আবদুল্লাহ অভিযোগে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তার বাড়ির সামনে কিছু বখাটে যুবক আড্ডা দেয় ও মাদক সেবন করে। এতে আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় চোরদের সন্ধান করে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে। সংবাদ প্রকাশঃ ২১-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=