aaa
ঢাকাSaturday , 20 September 2025
সর্বশেষ সবখবর

বাঙ্গরাকে উপজেলা করার দাবিতে উত্তাল জনপদ: সড়ক অবরোধের হুমকিঃ

CTV News 24
September 20, 2025 7:58 pm
Link Copied!

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে উপজেলা করার দাবিতে টনকি বালুর মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার।

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকেঃ অবশেষে দীর্ঘদিনের দাবি বাস্তবে রূপ দিতে মাঠে নেমেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ১০ ইউনিয়নের সর্বস্তরের জনগণ। কুমিল্লার এই বৃহত্তম উপজেলার অংশ হিসেবে থাকা বাঙ্গরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরের দাবিতে গত কয়েক মাস ধরে চলছে লাগাতার আন্দোলন। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সাধারণ জনগণের সমন্বয়ে গঠিত এই আন্দোলন এখন চূড়ান্ত রূপ ধারণ করেছে। দাবি আদায় না হলে আসন্ন সময়ে সড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
শনিবার বিকেলেও বাঙ্গরা বাজার থানাধীন টনকি বালুর মাঠ ও হায়দরাবাদ স্কুল মাঠে পৃথক দুটি জন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার।সমাবেশ দুটিতে আরো বক্তব্য রাখেন, রাজনীতিবিদ এম এ জাহের মুন্সি, এডভোকেট তাহমিনা বেগম, মিনহাজুল হক, কামরুল হাসান ক্যানাল, এনামুল আলম, শফিকুল ইসলাম ভূঁইয়া ও শফিকুল ইসলাম বাবুল প্রমুখ।
বক্তারা বলেন, মুরাদনগর উপজেলা আয়তনে অনেক বড় হওয়ায় প্রশাসনিক কার্যক্রমে জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে। দূরবর্তী এলাকা থেকে উপজেলা সদরে আসতে যেমন সময় ও অর্থ দুটোই নষ্ট হয়, তেমনি জরুরি সেবা পেতেও বিলম্ব হয়। আন্দোলনকারীদের মতে, বাঙ্গরা বাজার থানাকে উপজেলা করা হলে শুধু প্রশাসনিক সেবাই হাতের মুঠোয় আসবে না, বরং ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, এবং অবকাঠামোগত উন্নয়নেও নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে এলাকার প্রায় ৫ লক্ষাধিক মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
বক্তার আরো বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষেরা একটি স্বতন্ত্র উপজেলার স্বপ্ন দেখছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, তার বাস্তবায়নে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ অপরিহার্য। বাঙ্গরা বাজারকে উপজেলা করা হলে তৃণমূল পর্যায়ে সরকারি সেবা পৌঁছানো আরও সহজ হবে।
আন্দোলন কারীদের পক্ষ থেকে আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার বলেন, তাদের দাবি যদি দ্রুত মেনে নেওয়া না হয়, তাহলে তারা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। এর মধ্যে রয়েছে কোম্পানীগঞ্জ- নবীনগর, কুমিল্লা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ এলাকার প্রধান সড়কগুলো অবরোধ করা। তাদের এই কর্মসূচি বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া না গেলেও, স্থানীয়রা আশা করছেন সরকার জনগণের এই যৌক্তিক দাবি বিবেচনায় নেবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ## সংবাদ প্রকাশঃ ২০-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

মোঃ হাবিবুর রহমান

"এই সাইটে কোন নিউজ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"